বর্ধমান শাখায় ফের ট্রেন বাতিল

সপ্তাহের প্রথম দিন সোমবার বহু যাত্রী সমস্যায় পড়েন। চাকরি, ব্যবসার প্রয়োজনে শহরতলির হাজার হাজার মানুষ কলকাতায় আসেন

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া-বর্ধমান শাখার যাত্রীদের দুর্ভোগ যেন আর শেষই হচ্ছে না। পরের সপ্তাহের শনিবার অর্থাৎ ১৫ এপ্রিল পর্যন্ত ফের ১৪টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল। এর ফলে সপ্তাহের প্রথম দিন সোমবার বহু যাত্রী সমস্যায় পড়েন। চাকরি, ব্যবসার প্রয়োজনে শহরতলির হাজার হাজার মানুষ কলকাতায় আসেন। হুগলি, বর্ধমান থেকে অনেকে চিকিৎসার প্রয়োজনেও কলকাতায় আসেন। তাঁদের ট্রেন পথেই কলকাতায় আসতে হয়।

আরও পড়ুন-বিজেপির চক্রান্ত নিয়ে সরব বিরোধীরা, কীভাবে অশান্তি পাকায় তদন্ত করলেই স্পষ্ট হবে : অভিষেক

কিন্তু হঠাৎ করেই রেল কর্তৃপক্ষ রবিবার থেকে টানা দু’সপ্তাহের জন্য হাওড়া-বর্ধমান শাখায় ৭ জোড়া লোকাল ট্রেন বাতিল করে দেওয়ায় চরম সমস্যায় পড়ে যান যাত্রীরা। রেলের তরফ থেকে লিলুয়া-বর্ধমানের মধ্যে রেললাইনে রক্ষণাবেক্ষণ ও ওভারহেডের কাজের কারণ দেখিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে ১৪টি লোকাল ট্রেন। রেলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে হাওড়া-বর্ধমান কর্ড লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রেল একতরফাভাবে এখন এই ধরনের সিদ্ধান্ত নেয়। যাত্রীদের সুবিধা-অসুবিধা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি রেলের কাছে এখন আর গুরুত্বপূর্ণ নয়। আগে আমাদের সঙ্গে আলোচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হত। এখন রেল যাত্রীদের কথা না ভেবে পুরোপুরি একতরফাভাবে যেকোনও সিদ্ধান্ত নেয়। আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি একসঙ্গে এতদিন এতগুলি লোকাল ট্রেন বাতিল না করতে। যদিও আমাদের আবেদনের কোনও জবাবই রেল দেয়নি। যাত্রীদের দুর্ভোগ চললেও রেলের কোনও ভ্রুক্ষেপ নেই।’’

আরও পড়ুন-বঙ্গ বিজেপির দুই মহিলা সাংসদের প্রকাশ্য ঝগড়া

হাওড়া থেকে প্রতিদিন ৭টি আপ ট্রেন বাতিল থাকছে। ডাউনে বর্ধমান থেকে ২টি এবং পাণ্ডুয়া, শ্রীরামপুর, মশাগ্রাম, গুড়াপ ও তারকেশ্বর থেকে ১টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে সোমবার সপ্তাহের প্রথমদিনই নাজেহাল বহু যাত্রী। তাঁরা বলছেন, নন ইন্টারলকিংয়ের পর এবার ওভারহেডের কাজের কারণে বন্ধ রাখা হচ্ছে একাধিক লোকাল ট্রেন। এই দুর্ভোগ কবে শেষ হবে সেটাই এখন যাত্রীদের জিজ্ঞাসা।

Latest article