বন দফতরের কাটা গাছ বিজেপি নেতার বাড়িতে

বিষয়টি জানাজানি হতেই রবিবার বিকেল নাগাদ অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে শালবনি থানার পুলিসকে নিয়ে হানা দেয় বন আধিকারিকরা।

Must read

সংবাদদাতা, শালবনি : বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হল সরকারি কাটা গাছ। তদন্তে নামল পুলিশ ও বন দফতর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার তিলাবনি এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বন দফতরের তরফে ওই এলাকায় জঙ্গলকাটার কাজ চলছিল। তারই মধ্যে ওই এলাকার বিজেপি নেতা তথা বনরক্ষা কমিটির সদস্য কৃষ্ণসাধন ঘোষ বেশ কিছু কাটা গাছ নিজের বাড়িতে নিয়ে চলে যান বলে অভিযোগ জানায় বনরক্ষা কমিটির সদস্যরা।

আরও পড়ুন-চোর ধরার নামে ওঝা ডেকে মহিলাকে নি.গ্রহ

বিষয়টি জানাজানি হতেই রবিবার বিকেল নাগাদ অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে শালবনি থানার পুলিসকে নিয়ে হানা দেয় বন আধিকারিকরা। নেতার বাড়ির ছাদ থেকে সেই সমস্ত কাটা গাছ বাজেয়াপ্ত করে নিয়ে যায় বন দফতর। অভিযুক্ত বিজেপি নেতার নাম কৃষ্ণসাধন ঘোষ। স্থানীয় তৃণমূল নেতা কৌশিক হাজরা জানিয়েছেন, উনি এই ধরনের কাজকর্মের সঙ্গেই যুক্ত, এর আগেও এই ধরনের কাজ করেছেন, ধরা পড়েননি, এবার ধরা পড়েছেন। বাড়িতে গাছ মজুত করার কথা স্বীকার করেছেন আড়াবাড়ি রেঞ্জার মলয় ঘোষ। কাটা গাছ ওই বিজেপি নেতার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি

Latest article