প্রজাতন্ত্র দিবসে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, নদীর চরে প্রতিকৃতি তৈরি মালদার দুই শিল্পীর

Must read

প্রজাতন্ত্র দিবসে ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু কে শ্রদ্ধার্ঘ্য। নদীর চরে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Basu) প্রতিকৃতি তৈরি করলেন মালদার মানিকচকের দুই শিল্পী। তাঁদের এই কাজে উচ্ছ্বসিত প্রশংসা করে ধন্যবাদ জানালেন স্থানীয়রা।

আরও পড়ুন – দিল্লীর বাদ দেওয়া নেতাজির ট্যাবলো প্রদর্শিত রেড রোডে – হাত জোড় করে সম্মান জানালেন মমতা   

আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে ব্যতিক্রমী কিছু করে দেখাতে চাইছিলেন দুই শিল্পী, সেই চিন্তাধারা থেকেই প্রত্যন্ত এলাকায় নদীর ধারে জমে থাকা বালি দিয়ে নেতাজির অবয়ব তৈরি করে ফেলেন মানিকচকের সৌরভ মালাকার ও শুভঙ্কর দত্ত। তিন ঘণ্টা ধরে প্রায় ৬ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া বালির তৈরি এই অবয়ব দেখতে ভিড় জমান অনেকেই। বিভিন্ন সময়ে নিজেদের প্রতিভা তুলে ধরেছেন এই দুই শিল্পী।

শিল্পী সৌরভ মালাকার বলেন, আমরা বিভিন্ন সময়ে মানিকচক বাসীকে ভিন্ন ভিন্নভাবে প্রতিকৃতি-চিত্র-মূর্তি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছি। তবে প্রজাতন্ত্র দিবসের এই দিনে একটু অন্যরকম চিন্তাভাবনা করি। সমুদ্রসৈকতে যেভাবে ভাস্কর্য তৈরি হয়, সেই আদলেই নদীর চরে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Basu) বালির অবয়ব তৈরি করি। মানুষের ভালই সাড়া পেলাম। সবাই দেখতে এসে ছবি ও সেলফি তুলেছে। খুব ভাল লাগছে এই ধরনের কাজ করে।

Latest article