বিজেপির গুন্ডাদের মারে শহিদ মুজিবরের হত্যাকারীদের শাস্তির দাবিতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের মোমবাতি মিছিল

Must read

শহিদ মুজিবর ইসলাম মজুমদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার ত্রিপুরার (Tripura) আগরতলায় মোমবাতি মিছিল (Candle Procession) করলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা-কর্মী- সমর্থকরা। এদিন বনমালিপুরের দলের ক্যম্প অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন দিক পরিক্রমা করে পোস্ট অফিস চৌমুহনীতে শেষ হয় মিছিল।

শুক্রবারই সোনামুড়ায় গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা মুজিবর ইসলাম মজুমদারের (Majibur Islam Majumdar)। হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় নেন মুজিবর। ২০২১-এর ২৮ অগাস্ট বিজেপির গুন্ডারা ভয়ংকরভাবে আক্রমণ করে তাঁকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় এসএসকেম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল গুরুতর আহত মুজিবরের। কিন্ত শেষ রক্ষা হল না। বাঁচানো গেল না তাঁকে।

আরও পড়ুন-করোনা রুখতে ডায়মন্ড হারবার-মডেল, চারদিনের কড়া বিধি নিষেধ

ত্রিপুরায় (Tripura) স্বৈরাচারী বিজেপির গুন্ডাদের আক্রমণে তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদ হলেন মুজিবর ইসলাম মজুমদার। এর আগে বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণও খুনের মামলা রুজু করে তদন্তের দাবী জানিয়েছেন। এদিনের প্রতিবাদ মিছিলে ছিল না কোনো স্লোগান। মোমবাতি হাতে নিয়ে শহর পরিক্রমা করেন সকলে।

Latest article