প্রয়াগরাজ পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে তৃণমূল প্রতিনিধিদল (TMC fact-finding Team)।

Must read

উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে তৃণমূল প্রতিনিধিদল (TMC fact-finding Team)। আজ রবিবার প্রয়াগরাজ গিয়েছেন দোলা সেন, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে, উমা সোরেন ও ললিতেশ ত্রিপাঠি। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দোলা সেনরা। তাঁদের কাছে পরিবারের লোকেরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এটাই একটা ঘটনা নয়, স্থানীয়রা তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে জানিয়েছে গত দুমাসে গঙ্গার পাড়ে এমন অনেক লোককে পুড়িয়ে মারা হয়েছে।

আরও পড়ুন-জিতেই শেষ চারে যেতে চায় বাংলা সন্তোষ ট্রফি

প্রয়াগরাজে ‘গণহত্যা’র ঘটনা সকলকেই নাড়া দিয়েছে। একই পরিবারের ৫ জনকে খুন করেছে দুষ্কৃতীরা। রেহাই পায়নি ২ বছরের শিশুও। খুনের পর আবার আগুন লাগিয়ে দেওয়া হল বাড়িতে! প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে জানিয়েছেন, এদিন সকালে ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। আগুন লাগার আশঙ্কায় যখন বাড়ি ভিতরে ঢোকেন, তখন শিউরে ওঠেন সকলেই। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন ৫ জনের রক্তাক্ত দেহ। ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে! সিনিয়র পুলিশ আধিকারিক অজয় কুমার জানিয়েছেন, মৃতদেহের গায়ে আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে পাঁচ জনেরই মাথায় আঘাত করা হয়েছে। তারপর মৃতদেহগুলি পোড়ানো হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে গোটা বাড়ি।

আরও পড়ুন-ব্যতিক্রমী এক শিক্ষাপ্রতিষ্ঠান

সেখানে পৌঁছে পরিবারের পাশে দাঁড়িয়েছেন টিম তৃণমূল কংগ্রেস। ঘটনার সত্যতা যাচাই করতেই তারা ওখানে গিয়েছেন বলে জানিয়েছেন শীর্ষ নেতৃত্ব। এই বিষয়ে টুইট করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশ জানিয়েছে, ‘আমরা শোকাহত পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমরা সমব্যাথী এবং আমরা ন্যায়বিচারের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিই। আমরা এ ব্যাপারে একসাথে!’

দোলা সেন বলেন, যারা আইনশৃঙ্খলা নিয়ে এতো কথা বলে, তাদের রাজ্যেই যে আইনের শাসন নেই এই ঘটনাই তার প্রমাণ। এখন যোগীরাজ্যে ৩৫৬ করার কথা বলবেন না? প্রশ্ন তোলেন দোলা।

আরও পড়ুন-প্রয়াত পুত্রকে গোল উৎসর্গ রোনাল্ডোর, আর্সেনালের কাছে হার ম্যান ইউয়ের

নিহতদের পরিবারের তরফে অভিযোগ করা হয়, ঘটনার পর থেকে গেরুয়া শিবিরের কোনও নেতৃত্ব তাঁদের কাছে যাননি। তৃণমূলের প্রতিনিধিদের পাশে পেয়ে কেঁদে আকুল হন আক্রান্তরা। তাঁদের চোখের জল মুছিয়ে দেন দোলা সেন, মমতাবালারা। এদিনেই কলকাতায় ফিরছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। ফিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে‌ (Mamata Banerjee) রিপোর্ট দেবেন তাঁরা।

 

Latest article