তৃণমূলের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের ভোট-কৌশল নিয়ে বৈঠক

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : নির্বাচনী বিধি ও কলাকৌশল ঠিক করতে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে বৈঠক করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্ব। শনিবার মাটিগাড়া ব্লকের পাথরঘাটা অঞ্চল কার্যালয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে বৈঠক করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী ও পাথরঘাটা অঞ্চলের অবজারভার মদন ভট্টাচার্য। এবারের পঞ্চায়েত নির্বাচনে অনেকেই নতুন প্রার্থী হয়েছেন। তাই নির্বাচন পরিচালনা-সহ দলের রণকৌশল ঠিক করতে বৈঠক হয়। বৈঠকে সমস্ত প্রার্থীর উদ্দেশে অলক চক্রবর্তী বলেন, প্রত্যেক তৃণমূল (Trinamool Congress) কর্মীকে তাঁর নিজস্ব বুথের দিকে নজর দিতে হবে। বুথকে জিতিয়ে আনতে পারলেই সমস্ত প্রার্থী জয়ী হবে।

আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে বোমা

এ-ছাড়াও তিনি বলেন, প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) জনকল্যাণমুখী উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করতে হবে। এদিন মদন ভট্টাচার্য সমস্ত প্রার্থীকে ভোটার লিস্ট ধরে প্রচার করার কথা বলেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা অঞ্চল সভাপতি খগেশ্বর রায়।

Latest article