পঞ্চায়েতে ৫২ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল, মানুষের আশীর্বাদে আপ্লুত অভিষেক

Must read

পঞ্চায়েত নির্বাচনে বিপুল সাফল্যে স্পষ্ট করে দিয়েছে বিরোধীদের লাগাতার কুৎসার পরও তৃণমূলের প্রতি মানুষের ভালোবাসায় একফোঁটা ভাটা পড়েনি। বরং তা আরও বেড়েছে। সেই সাফল্যের খতিয়ান একুশের মঞ্চে তুলে ধরলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন, আমার অনুমান ভুল প্রমাণ করে ৩০ শতাংশের ব্যবধান গড়ে পঞ্চায়েতে ৫২ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। এটাই প্রমাণ করে মানুষ আমাদের পাশে রয়েছে।

আরও পড়ুন: ২ অক্টোবর ‘দিল্লি চলো’ ডাক অভিষেকের, আগামী মাসে BJP নেতাদের বাড়ি ঘেরাওয়ের ঘোষণা

শুক্রবার বৃষ্টি ভেজা একুশের মঞ্চে বক্তব্য রাখতে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের সকলকে নত মস্তকে প্রণাম। পঞ্চায়েতে যেভাবে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত মানুষের পঞ্চায়েত গঠিত হয়েছে তাতে মানুষকে ধন্যবাদ।নবজোয়ারে আমরা মানুষের কাছে গেছি, মানুষের সার্টিফিকেট নিয়ে প্রার্থী করেছি। মানুষই আমাদের জিতিয়েছে। নবজোয়ারে গিয়ে একাধিকবার আমি বলেছিলাম, ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান ছিল ১০ শতাংশ। তৃণমূল পেয়েছিল ৪৮ শতাংশ এবং বিজেপি ৩৮ শতাংশ। বলেছিলাম পঞ্চায়েতে ১৫ শতাংশের বেশি ব্যবধান তৈরি হবে। তবে আমি ভুল ছিলাম ৩০ শতাংসের ব্যবধান হয়েছে। তৃণমূল পেয়েছে ৫২ শতাংশ ও বিজেপি পেয়েছে ২২ শতাংশ। কারণ বিজেপির কাছে ইডি রয়েছে, সিবিআই রয়েছে, মিডিয়া বিচার ব্যবস্থার একাংশ রয়েছে। কিন্তু তৃণমূলের কাছে মানুষ রয়েছে। মানুষের আশীর্বাদ যার কাছে থাকে তার আর কোনও কিছুর দরকার পড়ে না। ইডি, সিবিআই দেখিয়ে তৃণমূলকে দুর্বল করতে চাইলে মনে রাখবেন তৃণমূল বিশুদ্ধ লোহা। যত পোড়াবে তত মজবুত হবে।”

একইসঙ্গে ২৪-এর নির্বাচনের স্লোগান বেধে দিয়ে অভিষেক বলেন, ” আজকের এই জনসমাবেশ দেখে আমার ২০১০-এর একুশে জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। ২০১১-তে সিপিএমের বিদায় ছিল খালি সময়ের অপেক্ষা ছিল। এবারও ভারতজুড়ে একটাই জয়ধ্বনি, ২০২৪-এ জিতবে কে? INDIA আবার কে? ভারতবর্ষের সঙ্গে লড়বে কে? INDIA আবার কে?” ২৪-এর নির্বাচনে এই বিজেপিকে মানুষই ছুঁড়ে ফেলে দেবে। মানুষ চাইলে যাদের ভোট দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী করেছে, তাদের মাটিতে নামিয়ে আনতে মানুষের ৫ মিনিট সময় লাগবে না।

Latest article