নবজোয়ারের এক মাস পূর্তিতে কলকাতায় সমাবেশ তৃণমূলের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফল নবজোয়ার যাত্রার বেশ কিছু বিশেষ দৃশ্য এবং মুহূর্ত মানুষের সামনে তুলে ধরা হয় ভিডিও প্রদর্শনীর মাধ্যমে।

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় জেলায় নবজোয়ার যাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উদ্দীপনার ঝড় উঠেছে কলকাতা মহানগরীতেও। বুধবার সন্ধ্যায় ইএম বাইপাস লাগোয়া ১০৯ নম্বর ওয়ার্ডে এক বিশাল জনসভায় প্রতিফলন দেখা গেল সেই উদ্দীপনারই। নবজোয়ার যাত্রার ৩০ দিন পূর্তি উপলক্ষে এদিন মুকুন্দপুরে এই জনসভায় রাজনৈতিক তারকা সমাবেশের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন-আকাশ ম্যাজিকে জিতল মুম্বই

উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, সুজিত বসু, সাংসদ মালা রায়, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ, বিধায়ক দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, সায়নী ঘোষ, কোহিনুর মজুমদার প্রমুখ। জনসভার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে এদিন গর্জে ওঠেন বক্তারা। রাজ্যের ন্যায্য পাওনা আটকে রাখার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মন্ত্রী এবং নেতারা। এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ের আওয়াজ ওঠে জনসমাবেশে।

আরও পড়ুন-২০ দলের বয়কট, বিরোধীরা নতুন সংসদ ভবনের উদ্বোধনে নেই

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফল নবজোয়ার যাত্রার বেশ কিছু বিশেষ দৃশ্য এবং মুহূর্ত মানুষের সামনে তুলে ধরা হয় ভিডিও প্রদর্শনীর মাধ্যমে। জনসংযোগ কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন বক্তারা। একইসঙ্গে তৃণমূল নেতৃত্বের ভাষণে প্রতিফলিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন অভিযানের ধারাবিবরণী। ডাক দেওয়া হল কেন্দ্রের প্রতিহিংসা এবং বঞ্চনার রাজনীতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের।

Latest article