সমস্যার সমাধানে দুয়ারে তৃণমূল কর্মীরা

সেইসব সমস্যা সমাধানের ব্যবস্থাও করছেন তাঁরা। এদিন উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর-সোনাতলা, কানুপাট প্রভৃতি এলাকায় মানুষের দুয়ারে পৌঁছে যান যুব তৃণমূল কর্মীরা।

Must read

সংবাদদাতা, উদয়নারায়ণপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মানুষের পাশে থাকতে। মানুষের সমস্যার সমাধান করতে। মুখ্যমন্ত্রীর সেই কথা কার্যকর করতে এবার হাওড়া জেলা(গ্রামীণ) তৃণমূলের চেয়ারম্যান ও বিধায়ক সমীর পাঁজার নির্দেশে উদয়নারায়ণপুরে সেই কাজ শুরু করে দিলেন যুব তৃণমূলের কর্মীরা। এই করোনাকালেও উদয়নারায়ণপুরের প্রতিটি বুথের সমস্ত বাড়িতে গিয়ে গিয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন যুব তৃণমূলের কর্মীরা। মানুষের কী সমস্যা রয়েছে তা জানতে চাইছেন। সেইগুলি সঙ্গে সঙ্গে তাঁরা লিপিবদ্ধ করছেন।

আরও পড়ুন-ডায়মন্ডহারবারে করোনার পজিটিভিটি হার কমছেই

তৎক্ষণাৎ সেইসব সমস্যা সমাধানের ব্যবস্থাও করছেন তাঁরা। এদিন উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর-সোনাতলা, কানুপাট প্রভৃতি এলাকায় মানুষের দুয়ারে পৌঁছে যান যুব তৃণমূল কর্মীরা। কোভিড সংক্রান্ত বিষয় সহ যার যা সমস্যা রয়েছে সেগুলি জেনে নিয়ে দ্রুত তা সমাধানের চেষ্টা করছেন তাঁরা। সমীর পাঁজা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থেকে সমস্ত সমস্যার সমাধানের কথা বলেছেন। আমরা তাঁর সেই ব্রত পালন করতে নেমে পড়েছি। উদয়নারায়ণপুরের প্রতিটি বাড়িতে আমাদের দলীয় কর্মীরা যাচ্ছেন। কথা বলছেন। মানুষের কোনও সমস্যা রয়েছে কি না জানছেন। সেইসঙ্গে দ্রুত তা সমাধানও করা হচ্ছে। উদয়নারায়ণপুরের পাশাপাশি হাওড়া গ্রামীণের প্রতিটি বিধানসভাতেই এই কাজ জোরকদমে শুরু হয়ে যাবে। প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে আমাদের কর্মীরা গিয়ে মানুষের কী কী সমস্যা রয়েছে জানবেন।

Latest article