আজ ভোট তেলেঙ্গানায়

পাঁচ রাজ্যের ভোটপর্বের সর্বশেষ বিধানসভা নির্বাচন আজ তেলেঙ্গানায়। দক্ষিণের এই রাজ্যের ১১৯টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে

Must read

প্রতিবেদন : পাঁচ রাজ্যের ভোটপর্বের সর্বশেষ বিধানসভা নির্বাচন আজ তেলেঙ্গানায়। দক্ষিণের এই রাজ্যের ১১৯টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। প্রচারভিযান শেষ হয়েছে ২৮ নভেম্বর সন্ধ্যাতেই। ১১৯ টি আসনে ৩.২৬ কোটি ভোটার ২,২৯০ জন প্রার্থীর ভাগ্য ঠিক হতে চলেছে এদিন। এবার মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে তেলেঙ্গানায়। রাজ্যে ক্ষমতাসীন বিআরএসকে জোরদার টক্কর দিতে প্রস্তুত কংগ্রেস।

আরও পড়ুন-স্কুল বাসে ২ শিশুকে ধর্ষণ, চালকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

অন্যদিকে আছে বিজেপি। এবারও বিআরএস দল জিতলে মুখ্যমন্ত্রী পদে হ্যাটট্রিক করবেন কে চন্দ্রশেখর রাও। ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রতিটি বুথের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকছে। তেলেঙ্গানায় এবার মহিলা ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি। এই রাজ্যে ১,৫৮,৭১,৪৯৩ জন পুরুষ ভোটার এবং ১,৫৮,৪৩,৩৩৯ জন মহিলা ভোটার ভোট দেবেন। এছাড়া ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ২৫৫৭ জন। এবারের নির্বাচনে বিআরএস টানা তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে লড়াই করছে। অন্যদিকে কংগ্রেস রাজ্যে প্রথমবার সরকার গঠনের লক্ষ্যে আত্মবিশ্বাসী।

Latest article