সচিত্র ভোটার পরিচয়পত্র, পৌঁছে যাবে বাড়িতেই

Must read

প্রতিবেদন : আধার কার্ডের ধাঁচে এবার নতুন ভোটার পরিচয়পত্র ডাকযোগে প্রাপকের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে ভোটদাতাদের নতুন পরিচয়পত্র পেতে হয়রানি যেরকম কমবে, তেমনই ভোটারদের রাজনৈতিক ভাবে প্রভাবিত হওয়া আটকানো যাবে বলে কমিশন মনে করছে। কিছুদিনের মধ্যেই এই মর্মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে বলে কমিশন সূত্রে খবর। আগামী নভেম্বর মাস থেকে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হওয়ার কথা। সূত্রের খবর, ওই সময় থেকে যাঁরা আবেদন করবেন, তাঁদের ভোটার কার্ড ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর পরিষেবা শুরু হবে।

আরও পড়ুন : ভোটের মুখে নয়া দল গঠনের ইঙ্গিত

কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বিএলও বা বুথ লেভেল অফিসাররা নিজ নিজ এলাকার বুথ থেকে সচিত্র পরিচয়পত্র বিলি করেন। কিন্তু অনেক সময় তা ঠিকমতো ভাবে নতুন ভোটারদের হাতে পৌঁছয় না বলে অভিযোগ। অনেক সময়ই আবেদনকারীর কার্ড দীর্ঘদিন পড়ে থাকে। তাতে অনাবশ্যক অন্যান্য জটিলতাও দেখা দেয়। অনেক সময় এই নিয়ে নানা অভিযোগ ওঠে। তাই এবার আধার কার্ডের ধাঁচে সরাসরি ভোটার কার্ডও ডাকযোগে আবেদনকারীদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিশনের আশা এর ফলে সচিত্র পরিচয়পত্র মসৃণভাবেই পৌঁছে যাবে ভোটারদের হাতে।

Latest article