রাজারহাটের পর এবার উত্তরবঙ্গে বিশ্বমানের তথ্য প্রযুক্তি হাব গড়বে বাংলা

Must read

রাজ্য সরকার রাজারহাটের ধাঁচে এবার উত্তরবঙ্গে বিশ্বমানের তথ্য প্রযুক্তি (Information Technology hub) হাব গড়বে। দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আইপিএস অফিসার তথা তথ্য প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমারকে। দিন দুয়েক আগে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তি (Information Technology hub) হাব গড়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন। বৃহস্পতিবার নবান্নে শিল্প বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই বিভাগীয় সচিব রাজীব কুমারকে এবিষয়ে খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজারহাটের মতো উত্তরবঙ্গেও তথ্য আইটি হাব গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই উত্তরবঙ্গে জমি দেখার কাজ শুরু করে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে পাট্টাও তৈরি হয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, মিরিকেও জমি দেখার কাজ চলছে। নবান্ন সূত্রে খবর, তথ্য প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমারকে খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টিই চলবে তাঁর তত্ত্বাবধানে।

আরও পড়ুন- রাজ্যপাল কোনও বিলই দিনের পর দিন আটকে রাখতে পারেন না, সাফ জানাল সুপ্রিম কোর্ট

Latest article