বিজেপি জোটকে বিঁধে কী বললেন তেজস্বী?

উল্লেখ্য, আরজেডি প্রার্থী অমর কুমারের বাবা মুসাফির পাসোয়ান বিহারে ২০২০ সালের বিধানসভা ভোটে জিতে এই কেন্দ্রের বিধায়ক হন।

Must read

প্রতিবেদন : বিজেপি বিরোধী হাওয়া জোরদার বিহারেও। শনিবার রাজ্যের বোকাচান বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। বিজেপি জোটের হাতে থাকা এই আসন ছিনিয়ে নিয়েছে বিহারের প্রধান বিরোধী দল আরজেডি। এদিন ভোট গণনার প্রথম রাউন্ড থেকেই এগিয়ে যেতে শুরু করেন আরজেডি প্রার্থী অমর কুমার পাসোয়ান। শেষ পর্যন্ত নিকটতম বিজেপি প্রার্থী বেবি কুমারকে অনেকটাই পিছনে ফেলে এই আসনটি ছিনিয়ে নিয়েছে আরজেডি।

আরও পড়ুন-ইনি নাকি ‘নিরপেক্ষ’ ছিলেন! অবসরের পর বিজেপির মঞ্চে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা

দলীয় প্রার্থীর জয় সুনিশ্চিত হতেই আরজেডির পক্ষ থেকে দলীয় প্রধান তেজস্বী যাদব ট্যুইট করে বোকাচান কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে তীব্র ভাষায় বিঁধেছেন বিজেপিকেও। তেজস্বী বলেন, নরেন্দ্র মোদি সরকারের ঘৃণা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। জনবিরোধী বিজেপিকে আর ক্ষমতায় চায় না জনতা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে আরজেডি নেতা বলেছেন, বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থানে থাকা একটি দলের একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যিনি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত মানুষ। দুর্নীতিগ্রস্ত এই মুখ্যমন্ত্রীকে মুখের মতো জবাব দিয়েছে রাজ্যের মানুষ। এজন্য তাঁদের ধন্যবাদ। একইসঙ্গে তেজস্বীর দাবি, সেদিন আর বেশি দূরে নেই যেদিন তিনি বিহারের মুখ্যমন্ত্রী হবেন।

আরও পড়ুন-মস্কোর আগ্রাসন, পদক্ষেপ

উল্লেখ্য, আরজেডি প্রার্থী অমর কুমারের বাবা মুসাফির পাসোয়ান বিহারে ২০২০ সালের বিধানসভা ভোটে জিতে এই কেন্দ্রের বিধায়ক হন। তাঁর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। মুসাফির অবশ্য এনডিএ জোটের বিকাশশীল ইনসান পার্টির টিকিটে ওই আসনে জয়ী হয়েছিলেন। কিন্তু উপনির্বাচনে বিকাশশীল ইনসান পার্টিকে আসনটি ছাড়েনি বিজেপি। ফলে দু’দল আলাদাভাবে লড়ে। ফল বলছে, প্রায় সাড়ে ৪৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রধান বিরোধী দল আরজেডির প্রার্থী। অন্যদিকে বিজেপি প্রায় ২৭ শতাংশ এবং বিকাশশীল ইনসান পার্টি প্রায় ১৭ শতাংশ ভোট পেয়েছে।

Latest article