বিরাট ছাড়াই বিশ্বকাপ?

ওড়ালেন স্মিথ

Must read

নয়াদিল্লি, ২০ মার্চ : টি-২০ বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। সম্প্রতি এই খবর চমকে দিয়েছিল ক্রিকেট মহলকে। যুক্তি, ওয়েস্ট ইন্ডিজের মন্থর উইকেটে বিরাটের মানিয়ে নিতে সমস্যা হবে। দ্রুত রান তুলতে গিয়ে সমস্যায় পড়বেন। তাই বিরাটের জায়গায় টি-২০ বিশেষজ্ঞ তরুণদের সুযোগ দেওয়া উচিত।

আরও পড়ুন- মুম্বইকে তিন পয়েন্ট, চাপে সবুজ-মেরুন

যদিও এই যুক্তি পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন স্টিভ স্মিথ। তিনি বলছেন, ‘‘বিরাট পরিস্থিতি অনুযায়ী ব্যাট করে। কিছু উইকেটে স্ট্রাইক রেট খুব গুরুত্বপূর্ণ নয়। বরং স্কোরবোর্ড সচল রেখে দলের রান এগিয়ে নিয়ে যাওয়াটাই বেশি জরুরি। এই কাজটা বিরাট দারুণভাবে করতে পারে। টি-২০ ফরম্যাটে আরসিবি হোক বা ভারতীয় দল, মন্থর পিচে বিরাট বহু রাজকীয় ইনিংস খেলে দলকে জিতিয়েছে। আমি নিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের (Virat Kohli) এমন বেশ কিছু ইনিংসের সাক্ষী থেকেছি।’’ এখানেই না থেমে স্মিথ আরও বলেন, ‘‘চাপের মুখেই বিরাট বেশি ভাল খেলে। কারণ ও চ্যালেঞ্জ নিতে ভালবাসে। ও সেই বিরল প্রজাতির খেলোয়াড়, যে কিনা খাদের মুখ থেকে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। টি-২০ বিশ্বকাপেও চাপের মুখে বিরাটের অভিজ্ঞতা ভারতীয় দলের প্রয়োজন হবে। আমার মনে হয় না, ওকে বাদ দিয়ে ভারত বিশ্বকাপ খেলতে যাবে।’’ প্রসঙ্গত, ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য কীর্তি আজাদও সম্প্রতি এই প্রসঙ্গে সরব হয়েছিলেন। কীর্তির দাবি, বিসিসিআই সচিব এই প্রসঙ্গে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু রোহিত তাঁকে স্পষ্ট জানিয়ে দেন, যে কোনও মূল্যেই বিরাটকে বিশ্বকাপ দলে চাই।

Latest article