ক্ষমা চাইলেন কুয়াদ্রাত

Must read

প্রতিবেদন : হেরে রেফারিদের ক্রমাগত তোপ দাগছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মুখ্য রেফারিং আধিকারিক ট্রেভর কেটলের সমালোচনা করতেও ছাড়েননি লাল-হলুদ কোচ। কয়েকজন রেফারির নাম করে বিষোদ্গার করেন তিনি। ফেডারেশন কুয়াদ্রাতকে শো-কজ করে। জবাবে নিজের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন ক্লেটন সিলভাদের কোচ। রেফারিদের ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয় বলে স্বীকার করে নিয়েছেন কুয়াদ্রাত। নিজের বিবৃতিতে ইস্টবেঙ্গল কোচ (Carles Cuadrat) বলেছেন, ‘‘জামশেদপুর এবং চেন্নাইয়িন ম্যাচের পর আমি রেফারিদের উদ্দেশে যা বলেছিলাম, সেটা উচিত হয়নি। কাউকে ব্যক্তিগত আক্রমণ করার উদ্দেশ্য ছিল না। কারও যদি আমার কথায় খারাপ লেগে থাকা, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি সবসময় চাই, ভারতীয় ফুটবলের উন্নতি হোক।’’

আরও পড়ুন- বিরাট ছাড়াই বিশ্বকাপ?

Latest article