বিদ্যুতাধীন বিশ্বভারতীর নির্দেশ বাতিল উচ্চ আদালতে, ফেরাতে হবে অধ্যাপিকার টাকা

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতীর(Visva Bharati) প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অবসর নেওয়ার পরও তাঁর বহু কুকীর্তি ও খামখেয়ালি নির্দেশের বিষয় আদালতে সমালোচিত হয়ে চলেছে। ফলে বিতর্ক থেকে দূরে থাকা হয়ে উঠছে না বিশ্বভারতীর (Visva Bharati) প্রাক্তন স্বেচ্ছাচারী এই উপাচার্যের। এবার তাঁর নেতৃত্বে বিশ্বভারতীর কর্মসমিতির স্বেচ্ছাচারী নির্দেশ বাতিল করে দিল আদালত। ২০২০ সালে মণিপুরি নৃত্যের অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের চাকরিতে যোগদানের সময় থেকে পাওয়া চারটি অগ্রিম ইনক্রিমেন্ট ছ’বছর অধ্যাপনা করার পর কোনও কারণ না জানিয়ে বন্ধ করে দেয় বিদ্যুতাধীন বিশ্বভারতী। বর্ধিত বেতনের অর্থ বর্তমান বেতন থেকে কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্মসমিতি। শ্রুতি দেবী কর্মসচিব-সহ অন্য আধিকারিকদের কাছে বিস্তারিত জানতে চাওয়া-সহ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে উত্তর না পেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। প্রাক্তন উপাচার্য় বিদ্যুৎ চক্রবর্তীর অন্যায়ভাবে বেতন বন্ধ ও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না দেওয়া-সহ সব নির্দেশ আগেই ইতিপূর্বে উচ্চ আদালত বাতিল করে। উল্লেখ্য, শ্রুতি দেবী রবীন্দ্রভারতীতে নৃত্যের প্রফেসর পদে কর্মরত ছিলেন। বিশ্বভারতীতে প্রফেসর পদে যোগদানের সময় তাঁর আবেদনের ভিত্তিতেই ২০১৪ সালে বিশ্বভারতীর কর্মসমিতি অগ্রিম ইনক্রিমেন্ট মঞ্জুর করে। মঙ্গলবার বিচারক মৌসুমী ভট্টাচার্য অগ্রিম ইনক্রিমেন্ট বহাল রাখার রায় শোনানোর পরই বিশ্ববিদ্যালয়ের উকিল রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে সেই আবেদন নাকচ হয়ে যায়। অন্যায়ভাবে কেটে নেওয়া টাকা বিশ্বভারতীকে ফেরতের নির্দেশে দেন বিচারক।

আরও পড়ুন- স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, ভোটের আগে ইডি ডাকতে পারবে না অভিষেককে

Latest article