নির্বাচনী থিম সঙের শুটিংয়ে শতাব্দী

বাংলার মেয়েদের ভরসা মুখ্যমন্ত্রী

Must read

সংবাদদাতা, সিউড়ি : লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় (Shatabdi Roy) অভিনব প্রচার শুরু করে দিয়েছেন তাঁর কেন্দ্রে। বুধবার সিউড়ি থানার অন্তর্গত তসরকাটা জঙ্গলে নির্বাচনী প্রচারের জন্য একটি থিম সঙের শুটিং করলেন তিনি। ‘এই বঙ্গের মা বোনেরা মমতাকে চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসায়।’ থিম গানের এই দুটি লাইন গোটা রাজ্যে মহিলাদের ওপর দারুণ প্রভাব ফেলবে এমনটাই মনে করেন শতাব্দী  (Shatabdi Roy)। তিনি বলেন,‍‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পর থেকে সর্বক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন। নির্বাচন যুদ্ধে হোক বা একশো দিনের কাজ, আশাকর্মী, স্বরোজগার যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ একাধিক প্রকল্পে মহিলাদের যেভাবে তিনি এগিয়ে দিয়েছেন নিজেদের অধিকার বুঝে নিতে, এজন্য তাঁর উপর বাংলার মহিলারা ভরসা ও বিশ্বাস করেন।’’ বীরভূমে এখনও বিরোধী দলগুলো তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এ বিষয়ে শতাব্দী রায় বলেন, ‘‘বিরোধীরা কেন তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি সেটা ওরাই বলতে পারবে। আমি চাই প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনে লড়ুক, কারণ এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে বিরোধীরা জেনে রাখুন, বীরভূমে তৃণমূল গত তিনবারের মতো এবারেও বিপুল ভোটে জয়ী হবে।’’

আরও পড়ুন- বিদ্যুতাধীন বিশ্বভারতীর নির্দেশ বাতিল উচ্চ আদালতে, ফেরাতে হবে অধ্যাপিকার টাকা

Latest article