রুখতেই হবে বেআইনি নির্মাণ, উচ্চপর্যায়ের বৈঠকে মেয়র

Must read

প্রতিবেদন : গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনার পর শহরে অবৈধ নির্মাণ নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। বুধবার পুরভবনে বিল্ডিং বিভাগের সর্বস্তরের আধিকারিক ও ১৬টি বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad hakim)। বেআইনি নির্মাণ রুখতে তাঁর সাফ বক্তব্য, নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বেআইনি নির্মাণ হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে। সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে। অন্যদিকে, বুধবারও অব্যাহত গার্ডেনরিচের উদ্ধারকাজ। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান পুরকমিশনার ধবল জৈন। উপস্থিত এনডিআরএফ, দমকল ও পুলিশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে উদ্ধারকাজ খতিয়ে দেখেন তিনি। এদিকে বুধবার ১০৯ নং ওয়ার্ডের চক গড়িয়া এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েও ফিরে আসতে হয় বিল্ডিং বিভাগের আধিকারিকদের। আইনি কাজে গিয়ে প্রোমোটারের তরফে বাধাপ্রাপ্ত হন তাঁরা। গার্ডেনরিচের ঘটনার পর বেআইনি নির্মাণ নিয়ে বুধবারের বৈঠকে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে। ওয়ার্ডভিত্তিক এরিয়া ভাগ করে প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিন সকালে নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকায় কোথাও বেআইনি নির্মাণ হচ্ছে কি না, খতিয়ে দেখে জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিল্ডিং বিভাগ, বরো আধিকারিক ও সবশেষে ওয়ার্ড স্তরের ইঞ্জিনিয়াররা লক্ষ্য রাখবেন বেআইনি বিল্ডিংয়ের উপর। পুরসভার পাশাপাশি কলকাতা পুলিশও প্রতিটি থানা এলাকায় অবৈধ নির্মাণের উপর নজর রাখবে। কোন কোন অঞ্চলে কতগুলি বেআইনি নির্মাণ রয়েছে, তার তালিকা তৈরি করে অবিলম্বে তা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মেয়র। এদিনের বৈঠকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মহানাগরিকের (Mayor Firhad hakim) স্পষ্ট বার্তা, কোনও অনৈতিকতার কাছে মাথা নত করবেন না। এমন কোনও কাজ করবেন না, যার ফলে একজন মানুষেরও প্রাণ যায়।

আরও পড়ুন- বিদ্যুতাধীন বিশ্বভারতীর নির্দেশ বাতিল উচ্চ আদালতে, ফেরাতে হবে অধ্যাপিকার টাকা

Latest article