সুপ্রিম কোর্টে রিট পিটিশন, অভিজিতের সব রায় ও নির্দেশের এবার পুনর্বিবেচনা চাইবেন অভিষেক

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার থেকে শুরু করে বিচারপতি হিসেবে যেসব নির্দেশ তিনি দিয়েছিলেন, সবকিছুর আড়ালেই ছিল পরিকল্পিত লক্ষ্য। সেই কারণে সেগুলির পুনর্বিবেচনা দাবি করা হবে।
অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন, বিগত প্রায় ২ বছর ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকারের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বারবার নিশানা করেছেন এজলাসে বসে তাঁর পর্যবেক্ষণে। এই মুহূর্তে বিচারপতি রাজনীতিতে যোগ দিয়েছেন। ঠিক সেখানে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনের উপর দাঁড়িয়ে নয়, নির্দেশ ও রায় দিয়েছেন একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে। এর মূল উদ্দেশ্যই হল, লোকসভা ভোটের আগে মিথ্যা ও সাজানো মামলায় দল ও দলের নেতাদের ফাঁসানো এবং ভাবমূর্তি নষ্ট করা। প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে অভিষেক আরও গুরুতর অভিযোগ করেছেন। অভিষেকের বক্তব্য, সুপ্রিম কোর্ট মামলা অন্য আদালতে পাঠালে বিচারপতি অমৃতা সিনহাকেও অভিষেক বিরোধী মন্তব্য করতে উৎসাহিত করেছেন। যা তিনি আগেই সংবাদমাধ্যমে বলেছেন, এরপর অভিষেককে নিয়ে যে তদন্ত শুরু হয়, তাতে জনমানসে অভিষেকের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আইনজীবী সঞ্জয়ের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর স্পষ্ট হয়ে গিয়েছে, তিনি এসব রাজনৈতিক উদ্দেশ্যেই করেছেন।
সেই কারণেই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করবেন অভিষেক। সেখানে বলা হবে, গত ২ বছর ধরে বিভিন্ন মামলায় অভিজিৎ বিচারপতি হিসেবে যেসব রায় দিয়েছেন, সেগুলির পুনর্বিবেচনা করা হোক। অভিষেকের পাশাপাশি তাঁর পরিবারের বিরুদ্ধেও উদ্দেশ্যেপ্রণোদিত তদন্ত শুরু হয়েছে। সিবিআই বা ইডির চালানো সেইসব তদন্তের উপর স্থগিতাদেশ চাওয়া হবে। সঞ্জয়ের দাবি, বিচারপতি হিসেবে অভিজিৎ ৬ বছর কাজ করেছেন। এই সময় খুব কমই ‘রায়’ দিয়েছেন। শুধু ২০২৪ সালেই ৫৩১টি নির্দেশ দিলেও ‘রায়’ দেননি একটিও।

Latest article