পুতিনের পর এবার G-20 সম্মেলনে যোগ দিতে আসছেন না জিনপিং!

Must read

দিন কয়েক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন নয়াদিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলনে (G20- Xi Jinping) যোগ দিতে তিনি ভারতে আসছেন না। এবার চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়াও অনিশ্চিত হয়ে গেল। যদিও এখনও সরকারিভাবে চিনের তরফে কিছু না জানানো হলেও, সংবাদ সংস্থা এবং ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রাষ্ট্রপতির পরিবর্তে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং-ই প্রতিনিধিত্ব করতে পারেন জি ২০ শীর্ষ বৈঠকে।

আরও পড়ুন-সেপ্টেম্বরে সংসদে ৫ দিনের বিশেষ অধিবেশন, ক্ষোভ প্রকাশ বিরোধীদের

সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শি জিংপিংয়ের (G20- Xi Jinping) ঘরোয়া সাক্ষাৎ ঘিরে কূটনৈতিক পর্যায়ের চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এর পরেই আবার চিনের নয়া মানচিত্রে অরুণাচলকে ‘নিজেদের’ বলে দাবি করেছে চিন। এই নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অরুণাচল ভারতেরই অংশ থাকবে এ কথা জানিয়ে বেজিংয়ের আচরণের নিন্দা করে বলেছেন, “বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।”

যদিও চিনের সঙ্গে ভারতের সম্পর্ক গালওয়ান পরবর্তী সময়ে সহজ হয়ে ওঠেনি এখনও। সেই পরিপ্রেক্ষিতে জি২০ সম্মেলেন শি জিনপিংয়ের অনুপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আসার কথা জানিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশের রাষ্ট্রনেতার। কিন্তু বাস্তবে সেটা হবে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য নভেম্বর মাসে এশিয়া-প্যাসিফিক ইকনমিক কাউন্সিলের বৈঠক আছে। সেখানে আমেরিকা ও চিনের রাষ্ট্রনেতারা মুখোমুখি হন কিনা, সেদিকেও নজর থাকবে।

Latest article