তুমুল বৃষ্টি কলকাতায়, টানা ৩ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

Must read

আবার সক্রিয় ঘূর্ণাবর্ত। তার জেরেই বৃহস্পতিবার দুপুরে তুমুল বৃষ্টি (Rainfall) শহরজুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টির দাপট। একটি ঘূর্ণাবর্ত আপাতত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে উত্তরবঙ্গের জেলাগুলির ওপর। ঘূর্ণাবর্তের জেরে এদিন দুপুর থেকে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় একাধিক জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। কলকাতায় দু’দফায় প্রায় ঘণ্টা তিনেক ভারী বৃষ্টি হয়েছে। আলিপুরে প্রায় ৪২ মিমি বৃষ্টি (Rainfall) হয়েছে। দ্বিতীয় দফায় ঘন্টাখানেকের ওপর ভারী বৃষ্টি হয়েছে। বিকেলের পরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বজ্রগর্ভ মেঘের গতি অত্যন্ত ধীর হওয়ায় এক জায়গাতেই বেশি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। টানা বৃষ্টিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। তবে তৎপর ছিল কলকাতা পুরসভার নিকাশি বিভাগ। নিকাশি বিভাগের তৎপরতার বেশির ভাগ জায়গা থেকেই জল নামতে শুরু করেছে। কলকাতার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলি থেকেও বৃষ্টির খবর এসেছে। তবে উত্তরের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উপর যেহেতু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তাই দক্ষিণের জেলাগুলিতে আর ক’দিন এই পরিস্থিতি চলবে।

 

আরও পড়ুন-চিকিৎসকদের অনুমতির পরেই ২৬ সপ্তাহ অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত সম্ভব, জানাল হাই কোর্ট

Latest article