১০০ দিনের কাজ, আবাস যোজনা, সরকারি প্রকল্পে নজর, দুর্নীতি রুখতে কড়া জেলাশাসক

জেলার ৯৮ শতাংশ মানুষ দুয়ারে রেশনের সুবিধা পাচ্ছেন। প্রয়োজনমাফিক রেশন ডিলার ও কেরোসিন ডিলার নিয়োগ দ্রুত সম্পূর্ণ করা হবে।

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার :‌ জেলায় একশো দিনের কাজে দুর্নীতি রুখতে কড়া নজরদারির নির্দেশ দিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন। বাংলা আবাস যোজনার অসমাপ্ত বাড়ি তৈরি দ্রুত শেষ করতে হবে বলে জানান। বুধবার জেলার উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক ডাকা হয় ডায়মন্ড হারবার শুভান্ন সার্কিট হাউসে। বৈঠকে জেলাশাসক ছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ, মহকুমা শাসক, বিডিও, কর্মাধ্যক্ষরা।

আরও পড়ুন-মামলার মুখে মাস্ক

উন্নয়ন নিয়ে আলোচনার প্রেক্ষিতে প্রতিটি ব্লকের বিডিওকে একশো দিনের কাজ সুষ্ঠুভাবে চালানো ও কড়া নজরদারির নির্দেশ দেন জেলাশাসক। বকেয়া কাজ দ্রুত মেটানোর নির্দেশ দেন তিনি। বিশেষ করে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদকে সমানভাবে উদ্যোগ নিতে বলা হয়েছে। বিধায়ক তহবিলের টাকা খরচে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানান জেলাশাসক। দ্রুত বিধায়ক কোটার টাকা খরচ করে তার ইউসি তৈরি করতে হবে। করোনার পাশাপাশি ডেঙ্গু রোধে কাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্যাকসিনেশনের কাজ ও প্রচারও চলবে। বর্ষার কথা মাথায় রেখে সুন্দরবনের নদী ও সমুদ্রবাঁধ মেরামতির কাজ দ্রুত শেষ করার কথা হয়।

আরও পড়ুন-ইনিই এখন দেশের সবচেয়ে দামি চাকুরে

সপ্তাহে একবার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলি পরিদর্শন করে বিডিওরা পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখবেন। দুয়ারে সরকার প্রকল্পের পাশাপাশি জেলার মানুষের সুবিধার্থে জনসংযোগ নামে কর্মসূচি শুরু হয়েছে। এই মাসের ২৮ তারিখ দ্বিতীয় পর্যায়ে হবে এই কর্মসূচি। কন্যাশ্রী-সহ অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা নিয়মিত প্রাপকদদের কাছে পৌঁচচ্ছে কিনা তাও নজর রাখা হবে। জেলার ৯৮ শতাংশ মানুষ দুয়ারে রেশনের সুবিধা পাচ্ছেন। প্রয়োজনমাফিক রেশন ডিলার ও কেরোসিন ডিলার নিয়োগ দ্রুত সম্পূর্ণ করা হবে।

Latest article