মুখ্যমন্ত্রীর দেওয়া কথা রাখলেন সুখেন্দু, মালদহে আরও ২ বাস ডিপো

Must read

প্রতিবেদন : মালদহে আরও বাস ডিপো তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো ইতিমধ্যেই একটি বাস ডিপোর জন্য জমি দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) তাঁর তহবিল থেকে ১ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করেন। পাশাপাশি আরও দুই শহরে দুটি বাস ডিপো তৈরির পরিকল্পনাও শুরু করেছে মালদহ জেলা প্রশাসন। মালদহের ভূমিপুত্র সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। একটি ভিডিও বার্তায় মালদহ শহরের রামকৃষ্ণ রোডের বাসিন্দা সাংসদ জানান, মুখ্যমন্ত্রী মালদহে নতুন বাস ডিপো তৈরির কথা আগেই বলেছিলেন। মালদহের ভূমিপুত্র হিসাবে এই কাজের শরিক হতে পেরে আমারও ভাল লাগছে। ইতিমধ্যেই আমার সাংসদ তহবিল থেকে একটি বাস ডিপোর জন্য এক কোটি টাকা মঞ্জুর করেছি। ওই অর্থ ইতিমধ্যে মালদহ জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছি। এই বাস ডিপো তৈরি হবে গাজলে। প্রশাসন জমি দেখার কাজ শুরু করে দিয়েছে বলে জানতে পেরেছি। নির্বাচনের পরই এই বাস ডিপো তৈরির কাজ শুরু হয়ে যাবে। গাজলে বাস ডিপোর জমির পাশাপাশি তার অ্যাপ্রোচ রোডের জন্যও জমি চিহ্নিত করেছে জেলা প্রশাসন। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া জানান, বাকি দুটি বাস ডিপো চাঁচল ও কালিয়াচকে তৈরি হবে।

আরও পড়ুন- উপাচার্য নিয়োগ-জট কাটাতে উদ্যোগী রাজ্য

Latest article