প্রচারে এগিয়ে নির্মল, ময়দানে নেই বিরোধীরা

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রচারে একাই ব্যাটিং করে যাচ্ছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় (Nirmal Chandra Roy)। ময়দানে নেই বিরোধীরা। মঙ্গলবার জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন তিনি। এরপর তাঁর নিজের বিধানসভা কেন্দ্রে প্রচার করছেন। তার ওপর বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তাঁর সমর্থনে জনসভা করে প্রচারের মাত্রা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। এদিকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার বাই মাত্র কয়েক ঘণ্টা। এখনও পর্যন্ত প্রধান বিরোধী দল বিজেপি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেননি। যদিও বিজেপি দু’-দফায় তাদের প্রার্থীর নাম ঘোষণা করলেও জলপাইগুড়ি কেন্দ্রের জন্য নাম ঘোষণা করেনি। এদিকে দিনকয়েক আগে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের নাম এই কেন্দ্রের জন্য শোনা গেলেও দলের জলপাইগুড়ির বিজেপি সভাপতি তা মানতে চাননি। উল্টে তিনি সাফ জানিয়ে দেন, ওই প্রার্থীকে তিনি চেনেন না। তিনি ওই এলাকায় বাসিন্দাও নন তাই তাঁকে প্রার্থী হিসেবে মেনে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। এরপরই বিজেপি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণাতে দাড়ি টানে। যদিও এই আসনটি বিজেপির দখলেই রয়েছে। প্রার্থী নিয়ে বিজেপির দলের মধ্যে ক্ষোভের কারণে কিছুটা ব্যাকফুটে রয়েছে বিজেপি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দেওয়া কথা রাখলেন সুখেন্দু, মালদহে আরও ২ বাস ডিপো

Latest article