২৪ মৎস্যজীবী কর্মহীন, ক্ষতির মুখে মালিকরাও, মরশুমের শুরুতেই বিপর্যয়, দিঘা মোহনায় ২ ট্রলারডুবি

দুটি ট্রলার নষ্ট হয়ে যাওয়ায়, ২৪ জন মৎস্যজীবী মরশুমের একেবারে শুরুতেই বেকার হয়ে পড়লেন। এটা খুবই দুঃখের বিষয়।

Must read

সংবাদদাতা, দিঘা : দিঘা মোহনার কাছেই সমুদ্রে ডুবে গেল মাছবোঝাই দুটি ট্রলার। তাতে থাকা ২৪ জন মৎস্যজীবী সমুদ্রের জলে পড়ে যান। শেষ পর্যন্ত তাঁরা সকলেই সাঁতার কেটে কোনও রকমে পাড়ে উঠে আসেন। মৎস্যজীবীদের দাবি, চড়ায় ধাক্কা লেগে দুটি ট্রলার উল্টে যায়। দুর্ঘটনাগ্রস্ত ‘মা শিবানী’র মালিক দিঘার কোমল করন আর ‘অন্নদাময়ী’র মালিক শঙ্করপুরের সুশান্ত দে। এই মরশুমে এটি প্রথম দুর্ঘটনা। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে, আবহাওয়ার পূর্বাভাস ছিল।

আরও পড়ুন-বাম বাড়িতে ইদের শুভেচ্ছা নিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

পাশাপাশি মৎস্যজীবী ও মাছ ধরার ট্রলারগুলিকে দ্রুত সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছিল হাওয়া অফিস ও মৎস্য দফতর। সেই অনুযায়ী মরশুমে প্রথমবার মাছ ধরতে গিয়েও মাঝপথ থেকে ট্রলার দুটি ফিরে আসছিল। সমুদ্রে জোয়ার ছিল, সঙ্গে প্রবল বাতাস বইছিল। বুধবার সন্ধের দিকে দুর্ঘটনা। মৎস্যজীবীদের দাবি, একটি ট্রলার তৈরি করতে খরচ কম করেও ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। ফলে দুই মালিকের বড় অঙ্কের ক্ষতি হল। তার উপর মরশুমের প্রথম, ট্রলারগুলি মাছ ধরে ফিরছিল। এক-একটিতে প্রায় চার লক্ষ টাকার মাছ ছিল বলে অনুমান।

আরও পড়ুন-লাচ্চা-সিমুই বিলি করে ইদের দিন প্রচারে তৃণমূল

দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, একটি ট্রলার চড়ায় ধাক্কা দিয়ে উপরের দিকে উঠে গেছে। অপরটির পাটাতন ভেঙে ভেতরে জল ঢুকে যায়। অল্পের জন্য প্রাণহানির মতো বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। তবে দুটি ট্রলার নষ্ট হয়ে যাওয়ায়, ২৪ জন মৎস্যজীবী মরশুমের একেবারে শুরুতেই বেকার হয়ে পড়লেন। এটা খুবই দুঃখের বিষয়।

Latest article