বিজেপি ছেড়ে ৩০০ পরিবার

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে বিজেপির সংগঠনে বড়সড় ধস। তিনশো পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে বিজেপির সংগঠনে বড়সড় ধস। তিনশো পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। নয়াগ্রাম ব্লকের জামিরাপাল অঞ্চলের আটমাঝিয়া এলাকায়। তৃণমূল কংগ্রেসের পক্ষে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিল ও পথসভাও আয়োজন করা হয়। তাতে সর্বস্তরের মানুষ শামিল হন। নেতৃত্ব দেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। ছিলেন সুমন সাহু, রমেশ রাউত প্রমুখ।

আরও পড়ুন-সরেজমিনে মহিলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন, অভিযুক্তকে শাস্তিই লক্ষ্য মহুয়া

প্রতিবাদ মিছিল শেষে এক পথসভা আয়োজিত হয়। ওই পথসভায় জামিরাপাল এলাকার বিজেপির কর্মী-সমর্থক হিসেবে পরিচিত ৩০০টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিধায়ক দুলাল মুর্মু বলেন, ‘‘যেভাবে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষ চরম সঙ্কটে। আগামী দিনে সাধারণ মানুষের বেঁচে থাকা দায় হয়ে উঠছে। তাই এই এলাকার বিজেপির কর্মী-সমর্থকরা ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁরাও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছেন।”

Latest article