গদ্দার, বেইমান-মুক্ত জেলা গড়ার ডাক

প্রধান বক্তা রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ বলেন, একুশের নির্বাচনের আগে কংগ্রেস-আইএসএফ এবং সিপিএম জোট করেছিল।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : নির্বাচনের আগে ‘গদ্দার, বেইমান ও মিরজাফর-মুক্ত’ মুর্শিদাবাদ জেলা গড়ার ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জলঙ্গি ব্লকে যুব তৃণমূল এক বিশাল জনসভা করল, শুক্রবার। প্রধান বক্তা রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ বলেন, একুশের নির্বাচনের আগে কংগ্রেস-আইএসএফ এবং সিপিএম জোট করেছিল। তাদের দিকে যে জনসমর্থন নেই তা প্রমাণিত হয়েছিল ভোটবাক্সে। বিজেপির কাজ হল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা।

আরও পড়ুন-জমে উঠেছে নান্দীকার জাতীয় নাট্যমেলা

মোদির আমলে বিশ্বের ক্ষুধাসূচকে ক্রমেই আমাদের দেশ নিচে নেমে যাচ্ছে। আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিজেপি সাধারণ মানুষের ভোট কিনত, কিন্তু এখন নির্বাচিত বিধায়ক-সাংসদেরই কিনে নিচ্ছে। বিরোধী দলনেতার নাম না করে সায়নী বলেন, আগামী দিন গদ্দার, নমকহারাম প্রভৃতির শব্দের সঙ্গে সমার্থক হয়ে যাবে ওই ব্যক্তির নাম। বলেছিলেন, ডিসেম্বর মাসে এই রাজ্যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ১২, ১৪, ২১ তো চলে গেল! কিছুই হল না। সভামঞ্চে গান গেয়ে মাতিয়ে দেন সায়নী। কর্মী-সমর্থকেরা উল্লসিত।

আরও পড়ুন-রাজ্য সরকারের উদ্যোগে আবাস যোজনা ঘর পাচ্ছেন সাত হাজার

এ ছাড়াও ছিলেন জেলা সভানেত্রী শাওনি সিংহরায়, জেলা যুব তৃণমূল সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ। শাওনি বলেন বিজেপি, সিপিএম এবং কংগ্রেস যতই মিটিং-মিছিল এবং বন্ধুত্ব করুক আমরা রাজনৈতিকভাবে তাদের প্রতিরোধ করতে তৈরি।

Latest article