আজ ঢোলায় অভিষেকের কর্মিসভা, প্রস্তুতি খতিয়ে দেখলেন নেতৃত্ব

Must read

সংবাদদাতা, মথুরাপুর : মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদারের সমর্থনে দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঢোলাতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বেলা ১টায় ঢোলাতে কর্মিসভা করবেন তিনি। গত কদিন ধরেই জোরকদমে চলছে সেই সভার প্রস্তুতি। একদিকে যেমন চলছে মঞ্চ তৈরির কাজ, ঠিক তার পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। ইতিমধ্যে প্রস্তুতি হিসেবে হেলিপ্যাডে হেলিকপ্টারের ওঠানামার ট্রায়ালও হয়ে গিয়েছে। অন্যদিকে সভার নিরাপত্তা আঁটসাঁট করতে প্রশাসনিক তৎপরতা চলছে, জারি আছে কড়া নজরদারি। তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন, মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার কর্মিসভায় লক্ষাধিক কর্মী-সমর্থকদের জমায়েত হতে চলেছে। দলের সাধারণ কর্মীদের উৎসাহ তেমনই ইঙ্গিত দিচ্ছে। তার জন্য প্রস্তুতিও প্রায় শেষ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কাকদ্বীপ, পাথরপ্রতিমা, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, মগরাহাট-পশ্চিমের তৃণমূল কংগ্রেস কর্মীরা এই সভায় যোগ দেবেন। নির্বাচন ঘোষণা হওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই প্রথম কর্মিসভা করবেন দক্ষিণ ২৪ পরগনায়। তাই এই সভা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে তিনি কী বার্তা দেন সেদিকেই এখন সবার নজর।

আরও পড়ুন-পলিসিস্টের নিয়ন্ত্রণে ডায়েট এবং এক্সারসাইজ

Latest article