পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মী সম্মেলনে নেতাদের পরামর্শ

তৃণমূল কর্মী-সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁরা সকলেই প্রবলভাবে উৎসুক ছিলেন নেতারা কী বলেন তা শোনার অপেক্ষায়

Must read

সংবাদদাতা, বারাসত : মঙ্গলবার আমডাঙার যুগলকিশোর মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। আমডাঙা বিধানসভা ক্ষেত্রের প্রতিটি বুথ থেকে তিনজন করে প্রায় ৮০০ কর্মী নিয়ে এই কর্মিসভার উদ্যোগ নেন এলাকার বিধায়ক রফিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি তাপস রায়, সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বারাকপুরের সাংসদ অর্জুন সিং-সহ অন্যরা।

আরও পড়ুন-গ্রাম-শহর জুড়ল এনবিএসটিসি

এদিনের কর্মিসভা ঘিরে তৃণমূল কর্মী-সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁরা সকলেই প্রবলভাবে উৎসুক ছিলেন নেতারা কী বলেন তা শোনার অপেক্ষায়। সভায় হাজির দলীয় নেতারা পঞ্চায়েত ভোটের আগে মানুষের সঙ্গে জনসংযোগ আরও বাড়ানোর কথা বলেন। মুখ্যমন্ত্রীর সব প্রকল্প ও যাবতীয় উন্নয়ন গ্রামের মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন।

Latest article