কংগ্রেস সভাপতি : গান্ধী পরিবারের ‘রাবারস্ট্যাম্প’ খাড়্গে জয়ী

Must read

প্রতিবেদন : প্রত্যাশামতোই গান্ধী পরিবারের একান্ত অনুগত ৮০ বছরের মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge ) কংগ্রেস সভাপতি পদে জয়ী হয়েছেন। তিনি বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হচ্ছেন। টানা ২৪ বছর পর নেহরু-গান্ধী পরিবারের বাইরে কোনও নেতা কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হলেন। গত ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়। ভোট দিয়েছিলেন ৯,৩৮৫ জন এআইসিসি ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য। ২২ বছর পর কংগ্রেস সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হল। রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge ) মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন লোকসভার সাংসদ শশী থারুর। ফল বেরনোর পর খাড়্গেকে অভিনন্দন জানিয়ে পূর্ণ সহযোগিতার কথা বলেছেন থারুর। ভোটাভুটিতে খাড়্গে পেয়েছেন ৭,৮৯৭ ভোট, থারুরের সংগ্রহ ১,০৭২ ভোট। ৪১৬টি ভোট বাতিল হয়েছে। কংগ্রেসের ইতিহাসে ষষ্ঠবারের মতো সভাপতি পদে নির্বাচন হল এবার।

আরও পড়ুন-ফের বৈষম্য, বিজেপি রাজ্যে নির্যাতন দুই দলিত যুবককে

Latest article