বিশ্বভারতীর নয়া নাটক, শোকজ অধ্যাপককে

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : উপাচার্য তুঘলকি কাণ্ডকারখানা চালাচ্ছেন, বিশ্বভারতীর সম্মান ও ঐতিহ্য ধুলোয় মেশাচ্ছেন। এসবের বিরুদ্ধে কেউ মুখ খুললে দমন-পীড়ন নীতি নিচ্ছেন। তদন্তে নির্দোষ প্রমাণিত কর্মীকে ফের চার্জশিট দিয়েছে ৪ মে। গতকাল ফের শোকজ নোটিশ দিল। এবার বিশ্বভারতীর (Visva-Bharati) শিক্ষাভবনের ইন্টিগ্রেটেড সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারের সহকারী অধ্যাপক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে (Nilanjan Banerjee)। ৫ মে এক চিঠিতে ভারপ্রাপ্ত কর্মসচিব তিনদিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে জানতে চান ২ মার্চ হাতে আপত্তিকর পোস্টার নিয়ে উপাচার্যকে নিন্দা করে এবং বিশ্বভারতীর সম্মানহানি করে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। যেটা বিশ্বভারতীর কর্মচারীদের সার্ভিস রুলের পরিপন্থী। তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়, তাঁর বিরুদ্ধে কেন শৃঙ্খলাভঙ্গকারী হিসেবে বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হবে না। মার্চে শান্তিনিকেতনের পোস্ট অফিস মোড়ে বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) অধ্যাপকেরা পোস্টার নিয়ে অবস্থান-বিক্ষোভ করেন ছাত্র আন্দোলনের সমর্থনে। সেই সময় হস্টেল দেওয়া, অফলাইনের পরিবর্তে অনলাইন এবং স্কুল বোর্ডের পরীক্ষা পিছনো ইত্যাদি দাবিতে ছাত্র-আন্দোলন চলছিল। তার সমর্থনে অধ্যাপকেরাও আলাদাভাবে অবস্থান-বিক্ষোভ করেন। তার ভিডিও ফুটেজ দেখে কর্তৃপক্ষ শোকজ নোটিশ পাঠায় নীলাঞ্জনকে। এরকম নোটিশ আরও কয়েকজনের কাছে যাবে বলে সূত্রের খবর। নীলাঞ্জনকে ফোন করেও উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিজেপির সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? কাশীপুরে যুবমোর্চা নেতার মৃত্যুতে প্রশ্ন তুললেন কুণাল

Latest article