ধামসা-মাদলের তালে তালে উন্নয়নের বার্তা জঙ্গলমহলে

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৫ থেকে ২০ মে রাজ্য জুড়ে চলবে পাড়ায় সমাধান ও জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার। শুক্রবার সাঁকরাইল ব্লকের রোহিণী এলাকায় ‘দুয়ারে সরকার জনগণের দরকার’ এই স্লোগানকে সামনে রেখে পালিত হল এই কর্মসূচি। ট্রলিতে বসানো বড় বড় ধামসা আওয়াজ তুলতে তুলতে এগিয়ে চলল শোভাযাত্রা, মাদল-ধামসায় বোল তুলে পা মেলালেন শিল্পীরা। লালপাড় (Jhargram, Lalgarh) হলুদ শাড়ি পরা আদিবাসী নৃত্যশিল্পীরা মাথায় সবুজসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ছোট ছোট কাটআউট নিয়ে নৃত্য পরিবেশন করে এগিয়ে চলেছেন। বিডিও অফিস চত্বর থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করল বর্ণাঢ্য শোভাযাত্রাটি। স্কুলের কন্যাশ্রীরা সবুজসাথী সাইকেল নিয়ে অংশ নিল মিছিলে। ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত, বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ প্রমুখ। বিডিও বলেন, ‘রাজ্য সরকারের উন্নয়নের ১১ বছরে যেসব প্রকল্পর সুযোগসুবিধা মানুষজন পাচ্ছেন সেগুলো তুলে ধরতে এবং কেউ যাতে বঞ্চিত না হন তার জন্যই র‍্যালির মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া হল।’ বিনপুর ১ নম্বর ব্লকের লালগড় (Jhargram, Lalgarh) এলাকার পুণ্যাপানি গ্রামেও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১১ বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন: বিশ্বভারতীর নয়া নাটক, শোকজ অধ্যাপককে

Latest article