মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘণ্টা দুয়েকের মধ্যেই তারাপীঠ থেকে গ্রেফতার হল আনারুল হোসেন

মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরেই রামপুরহাট শহর লাগোয়া সন্ধিপুর এলাকায় আনারুল হোসেনের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা।

Must read

বগটুইয়ে ঘটনাস্থলে পৌঁছেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে (Anarul Hossain) গ্রেফতার করতে হবে। তার ঘণ্টা দুয়েকের মধ্যেই তারাপীঠ থেকে গ্রেফতার করা হল আনারুলকে।

আরও পড়ুন-বগটুইয়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাহায্যের জন্য আনারুলকে ফোন করেন। কিন্তু তিনি কোনও পদক্ষেপ নেননি। পুলিশকেও জানাননি বলে অভিযোগ মমতার। একপরেই মুখ্যমন্ত্রী বলেন, “ওকে গ্রেফতার করেন। কেন ও সময় মতো পুলিশ পাঠায়নি- পুলিশ পাঠালে ঘটনাটি নাও ঘটতে পারত- গ্রেফতার করে ওর থেকে সেটা জানতে হবে। নয় ও থানায় সারেন্ডার করুক, নয় ওকে গ্রেফতার করুন। যেখান থেকে পারেন।“

আরও পড়ুন-শাহের কাছে ধনকড়কে সরানোর দাবি তৃণমূল সাংসদদের

মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরেই রামপুরহাট শহর লাগোয়া সন্ধিপুর এলাকায় আনারুল হোসেনের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। সেখানে তাঁকে পাওয়া যায়নি। এরপর তারাপীঠ থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়।

Latest article