দোষীদের কড়া শাস্তি ও আনারুলকে গ্রেফতার করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Must read

রং না দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনায়। বৃহস্পতিবার বাকটুইয়ের মাটিতে মৃতের পরিজনের সঙ্গে কথা বলার পর স্পষ্টভাবে একথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কড়া সুরে তিনি জানিয়ে দেন গ্রেফতার করা হবে আনারুলকে। পাশাপাশি যাদের বাড়ি পুড়ে গিয়েছে তাদেরকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মৃত ও আহতদের ৫ লক্ষ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবারের একজনকে মুখ্যমন্ত্রী কোটা থেকে চাকরি দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন – বগটুইয়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃতের পরিজনের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, “যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। এরকম নিশংস ঘটনা যে করতে পারে ভাবতে পারিনি। কয়েকটা লোকের জন্য এই ধরনের অশান্তি হচ্ছে।” এরপরই দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, “ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করতে হবে। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশকে পাঠায়নি।” এরপর রাজ্য পুলিশের ডিজিকে তিনি বলেন, “ওকে অ্যারেস্ট করে দেখতে হবে, কেন পুলিশ পাঠানো হয়নি। হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে ওকে যেখান থেকে পাবেন গ্রেফতার করবেন। যে পুলিশ আধিকারিকরা যুক্ত আছেন, তাঁদেরও রেয়াত করা হবে না। আমি দেখতে চাই যে পুলিশ এমন শাস্তি নিশ্চিত করবে যে অন্য কেউ এরকম ঘটনা ঘটানোর কথা ভাবতেও না পারে।”

তদন্তকারীদের উদ্দেশ্যে কড়া সুরে মুখ্যমন্ত্রী জানান, “এমন ভাবে কেস তৈরি করতে হবে যাতে দোষীরা কোনভাবে ছাড় না পায়। একে পেলাম না ওকে পেলাম না ও পালিয়ে গিয়েছে কোন কথা শুনতে চাই না যেখানে পালিয়ে গিয়েছে সেখান থেকে গ্রেফতার করে আনতে হবে।” পাশাপাশি এই ধরনের অপরাধ রুখতে সারা বাংলায় তল্লাশি চালানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালাতে হবে যেখানে বোমা তৈরি হচ্ছে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে।” একইসঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা কে কে আছে, কোনও বহিরাগত যোগ রয়েছে কিনা সবটা বিস্তারিত তদন্ত করে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article