আর্জেন্টিনার জয়, ড্র ব্রাজিলের

ম্যাচের একেবারে শেষদিকে দু-দু’বার লাল কার্ড দেখেও ভিএআর প্রযুক্তির সৌজন্যে দু’বারই বেঁচে যান ব্রাজিলের গোলকিপার আলিসন।

Must read

সান্তিয়াগো, ২৮ জানুয়ারি : শুক্রবার ভারতীয় সময় ভোররাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনা ২-১ গোলে জিতলেও, ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাজিল।
করোনা মুক্ত হয়ে উঠলেও, লিওনেল মেসিকে বিশ্বকাপের বাছাই পর্বের দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে এই ম্যাচে খেলেননি মেসি। কোচ লিওনেল স্কালোনিও করোনায় আক্রান্ত। মেসির অনুপস্থিতিতে যাঁর উপর ভরসা ছিল, সেই পাওলো দিবালাও গোটা ম্যাচে রিজার্ভ বেঞ্চেই বসে রইলেন।

আরও পড়ুন-আইপিএল নিলামে এবার সশরীরে ধোনি

তবে এতগুলো নেতিবাচক দিক সত্ত্বেও চিলির বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। খেলার ৯ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন এঞ্জেল ডি’মারিয়া। তবে ২০ মিনিটেই সেই গোল শোধ করে দিয়েছিলেন চিলির বেন দিয়াজ। কিন্তু ৩৪ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দলই আর গোল করতে পারেনি। এদিকে, ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচ হয়েছে রীতিমতো চড়া মেজাজে। খেলা শুরু হওয়ার ৬ মিনিটেই কাসেমিরোর করা গোলে এগিয়ে যায় ব্রাজিল। ১৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের গোলকিপার আলেকজান্ডার ডোমিঙ্গজ। এর পাঁচ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে বসেন ব্রাজিলের ডিফেন্ডার এমারসন। ফলে বাকি সময় দশজনে খেলেছে দুই দল।

আরও পড়ুন-আজ জিতলেই শেষ চারে ভারত যুব বিশ্বকাপ

৭৫ মিনিটে ইকুয়েডরকে সমতায় ফেরান ফেলিক্স তোরেস। ম্যাচের একেবারে শেষদিকে দু-দু’বার লাল কার্ড দেখেও ভিএআর প্রযুক্তির সৌজন্যে দু’বারই বেঁচে যান ব্রাজিলের গোলকিপার আলিসন। তবে ড্র করলেও ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা গ্রুপের এক নম্বরে রইল ব্রাজিল। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

Latest article