মমতায় আপ্লুত বাবুল, তৈরি মাঠে নামার জন্য

Must read

কলকাতা : সোমবার ঠিক দুপুর ২.১০ মিনিট। নবান্নে আসেন বাবুল সুপ্রিয়। সঙ্গে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। মেরেকেটে ৩০ মিনিট কথা। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অন্য গেট দিয়ে তিনি ঢোকেন। নবান্ন থেকে বেরনোর মুখে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি ছেড়ে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। গলায় জড়ানো উত্তরীয়। গাড়ি চালাচ্ছেন নিজেই। স্টিয়ারিং ছেড়ে নেমে এসে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে।

নেত্রীর সঙ্গে সাক্ষাৎ
আমি অন্য দল থেকে এসেছি। তা-ও দিদি যে সম্মান আমায় দিয়েছেন, তার মর্যাদা রাখার চেষ্টা করব। এই সাক্ষাৎকারে আমি খুশি। যাকে বলে ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছেন। মন থেকে স্বাগত জানিয়েছেন। আগামিদিনের কর্মসূচি নিয়ে কথা হয়েছে। আমাকে কোন কাজের দায়িত্ব দেওয়া হবে, তা বলার এক্তিয়ার আমার নেই। উনি যথা সময়েই তা বলবেন। তবে আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন, সে দায়িত্ব পালন করার চেষ্টা করব।

দিল্লির কথা : মঙ্গলবার দিল্লি যাব। লোকসভার অধ্যক্ষের সময় চেয়েছি। উনি সময় দিলে বুধবার দেখা করব। কোনওরকম হ্যাঙ্কিপ্যাঙ্কি না করে বুধবারই আসানসোলের সাংসদ পদ থেকে পদত্যাগ করব।

আরও পড়ুন :

নিরাপত্তা কোথায় : রবিবারই কেন্দ্রীয় সরকার প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, বাবুল সুপ্রিয়র জেড ক্যাটেগরি নিরাপত্তা তুলে নেওয়া হল। প্রসঙ্গটি উত্থাপন করতেই বাবুল নিজের মোবাইলে একটি চিঠি দেখিয়ে বলেন, ৩ অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে আমার নিরাপত্তা তুলে নিতে বলেছিলাম। তারপর যতবার কলকাতা যাতায়াত করেছি, কোনও নিরাপত্তা ছাড়াই করেছি। ফলে নিরাপত্তা তুলে নেওয়ার চিঠি আপাতত অবান্তর। প্রায় এক মাস ধরে আমার কোনও নিরাপত্তা নেই।

আরও পড়ুন :কাল আগরতলায় পদযাত্রা অভিষেকের, তুঙ্গে কৌতূহল

ফিরে এল মুড়ি-চর্চা : ঝালমুড়ির প্রসঙ্গ উত্থাপন করে বাবুল বলেন, দিদি বলেছেন, এখন আর ঝালমুড়ি খাওয়া ঠিক নয়, বিশেষত ইউরিয়া দেওয়া মুড়ি। ভাতও কম খেতে বলেছেন। এতে মেদ বাড়ে। দিদি বলেছেন, ছোট চালের মুড়ি খেতে। যেগুলো গ্রাম থেকে আনা হয়। ওটা গাড়িতে রেখে দিলে রোদে আরও মুচমুচে হয়।

মিউজিক্যাল টক : গান নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। কাজ আর গান যাতে দুটো একসঙ্গে করা যায়, তার জন্য দিদি বলেছেন। মন খুলে গান করতে পারব। দিদি যে গান গাইতে বলবেন, সেই গানই গাইব। ইতিমধ্যে পুজোয় গান গাওয়ার জন্যে বলেছেন। আমি গাইব।
পুজো মানেই সেই গান। বাবুল গেয়ে ওঠেন…
আহা কী আনন্দ আকাশে বাতাসে…

Latest article