দিলীপের মুখে কুকথা

বুধবার বাঁকুড়ার মাচানতলার এক জনসভায় তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে ফের কুকথার স্রোত বইয়ে দিলেন বিজেপি সাংসদ।

Must read

প্রতিবেদন: ফের কুকথার সীমা ছাড়ালেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার বাঁকুড়ার মাচানতলার এক জনসভায় তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে ফের কুকথার স্রোত বইয়ে দিলেন বিজেপি সাংসদ। তৃণমূল কংগ্রেস নেতাদের কটাক্ষ করতে গিয়ে ভাষার লাগাম হারান দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দিয়ে দিন, তারপর দেখুন ওরা কেমন দৌড়ায়! এরপরই তিনি সভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্য করে বলেন, ছোটবেলায় কুকুরের পিছনে আমরা পেট্রোল দিয়ে দিতাম। আর দিলেই কুকুর ছুটত, আপনারাও নিশ্চয় এটা করেছেন। এই ভাষাতেই এদিন তিনি নজিরবিহীন আক্রমণ করেন। তাঁর এই ‘প্রলাপ’ সংবাদমাধ্যমে আসতেই চারদিকে নিন্দার ঝড় ওঠে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ দিলীপবাবুর এই কুকথার তীব্র প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন-অনির্দিষ্টকালের ছুটিতে উপাচার্য, বিশ্বভারতীতে কেলেঙ্কারি, জামিনে মুক্ত অধ্যাপকের সাসপেনশন প্রত্যাহার

কুণাল বলেন, এসব অত্যন্ত কুরুচিকর মন্তব্য। এটা কোনও সুস্থ রাজনীতিকের মন্তব্য হতে পারে না। পাগলের প্রলাপ। সকালে দিলীপবাবু আয়নায় যে প্রাণীর মুখ দেখেন তেমনই কথা বলেছেন। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন। তিনি বলেন, হু-হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। শাকসবজি থেকে আলু, আলু থেকে মুরগির মাংস— সবকিছুর দামই আকাশছোঁয়া। কিছুদিন আগে কেন্দ্রই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তালিকা তুলে দিয়েছে। সেটা কি দিলীপবাবুদের মনে থাকে না? দিলীপ ঘোষের এই কুৎসিত ভাষায় আক্রমণের পর মুখ খুলেছেন বিজেপিরই বর্ষীয়ান নেতা তথাগত রায়। টুইটারে তাঁর আক্রমণ, বাঁকুড়ার মাচানতলায় দিলীপ ঘোষ কি বলেছেন তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দিয়ে দিতে? ছোটবেলায় নাকি ওঁরা কুকুরের পিছনে ওইরকম করতেন! আজকে ওঁর কথা শুনে যদি বিজেপি কর্মীদের ওইরকম করা হয়!

Latest article