বৈশাখী এখন কুনকি

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম : কুনকি হাতি করতে বৈশাখীকে নিয়ে যাওয়া হল উত্তরবঙ্গের জলদাপাড়ায়। রবিবার ঝাড়গ্রাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক থেকে এই বাচ্চা মেয়ে হাতিটিকে লরিতে করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গে। গত এপ্রিলে কেশিয়াড়ির ঝাড়েশ্বরপুরের কাছে দলছাড়া হয়ে ঘোরাঘুরি করছিল একটি বাচ্চা হাতি। কিছুটা অসুস্থ তাকে ফেলে চলে গিয়েছিল দল। স্থানীয়রা বনবিভাগে খবর দিলে হাতিটিকে নিয়ে আসা হয়। তারপর থেকে জুলজিক্যাল পার্কেই ছিল। বৈশাখ মাসে আনা হয় বলে পার্ক কর্তৃপক্ষ নাম রেখেছিল বৈশাখী।

আরও পড়ুন : পাহাড়বাসীর ভরসা মুখ্যমন্ত্রীই

এর আগে ২০১৯-এর ৫ সেপ্টেম্বর পার্ক থেকে ফাল্গুনী নামে একটি বাচ্চা পুরুষ হাতিকে উত্তরবঙ্গের গরুমারায় কুনকি হাতি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। ফাল্গুনী এখন কুনকি হাতি হওয়ার পথে অনেকটাই সফল। এলিফ্যান্ট সাফারিতে কাজ করছে। ঝাড়গ্রাম প্রাণিসম্পদ বিকাশ দফতরের সহ-অধিকর্তা তথা পার্কের প্রাণী চিকিৎসক চঞ্চল দত্ত বলেন, ‘‘সে সময় অসুস্থ ছিল বাচ্চা হাতিটি। সারা শরীরে ক্ষতচিহ্ন ছিল। কিছু খেতে পারছিল না। বেশ দুর্বল ছিল। চিকিৎসা চালিয়ে এক মাসের মধ্যে সুস্থ করে তোলা হয়। প্রথমে বদমেজাজি হলেও পরের দিকে পোষ মেনে যায়। দেখা যাচ্ছে প্রশিক্ষণ দিয়ে একে কুনকি হাতি করতে খুব একটা বেগ পেতে হবে না।”

Latest article