স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিতে এগিয়ে আসতে হবে ব্যাঙ্কগুলিকে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

উচ্চশিক্ষায় আর অর্থ বাধা নয়। রাজ্যের পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর হাত থেকে কার্ড পেয়েছেন ৫ হাজার ছাত্র-ছাত্রী। এই পর্যায়ে রাজ্যের ২০ হাজার ছাত্র-ছাত্রীর ঋণ অনুমোদন হয়েছে।

আরও পড়ুন – তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্ম বার্ষিকীতে শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভোটের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সেই প্রতিশ্রুতি পালন করছেন তিনি। সেই মতো চালু হয়েছে স্টুডেন্ট কার্ড। এদিন, মুখ্যমন্ত্রী বলেন, আগে সবার উচ্চশিক্ষার জন্য অর্থ সংস্থান থাকত না। কিন্তু এখন রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে সেই বাধা দূর হল। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রীর আবেদন জমা পড়েছে এবং তার মধ্যে ৫০ শতাংশ ছাত্রছাত্রীকেই ঋণ দিয়েছে রাজ্য সরকার।

কী কী সুবিধা পাওয়া যাবে এই কার্ডে-

১. সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
২. ৪০ বছর বয়স পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
৩. এই ঋণের গ্যারেন্টার শুধুমাত্র সরকার।
৪. খুব কম সুদে ঋণ দেওয়া হবে এই কার্ডে।
৫. কোর্স ফি, হোস্টেল ফি সবই পাওয়া যাবে এই কার্ডে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিতে সব ব্যাঙ্কে আসার আহ্বান জানান তিনি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এদিন কার্ড নিতে আসেন ছাত্র-ছাত্রীরা। মুখ্যমন্ত্রীর কথায় কার্ড তুলে দেখান তাঁরা। ইন্ডোর স্টেডিয়ামে অসাধারণ মুর্হূত তৈরি হয়। মুখ্যমন্ত্রী বলেন, “আমার গায়ে কাঁটা দিচ্ছে“। ১-৭ জানুয়ারি স্টুডেন্ট কার্ড সপ্তাহ পালন করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক শিক্ষাতেও শীর্ষে বাংলা। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি স্কুলের ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত সব মেয়েরাই কন্যাশ্রী। কন্যাশ্রী, যুবশ্রী-সহ বিভিন্ন প্রকল্প চালু হয়েছে।

Latest article