জঙ্গলমহলে বিজেপির হাতছাড়া এক পঞ্চায়েত

পঞ্চায়েত সদস্যরা মিছিল করে পরে পঞ্চায়েত কার্যালয়ে যান। সেখানে বিডিওর উপস্থিতিতে নতুন প্রধান গঠনের প্রক্রিয়াটি হয়।

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম : বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বিজেপি থেকে তো বটেই, কংগ্রেস ও সিপিএম থেকেও তৃণমূল কংগ্রেসে দলে দলে যোগদান চলেছে। পাশাপাশি বিজেপির একটার পর একটা গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হচ্ছে। এবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত গঠন করল।

আরও পড়ুন-কৃষকদের পাশে রাজ্য দুর্যোগে ভরসা শস্যবিমা

গতবার রগড়ার পাঁচটি পঞ্চায়েত তৃণমূলের আর পাঁচটি বিজেপির দখলে যায়। রগড়ায় আসন ১০টি। নির্বাচনের পর বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু কোনও উন্নয়নমূলক কাজ না হওয়ায় বিজেপির পাঁচ সদস্যই ২৮ নভেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিজেপি শূন্য হয়ে যায়। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস পঞ্চানন দাসকে প্রধান নির্বাচন করে। উপপ্রধান হন সাবিত্রী সিং।

আরও পড়ুন-বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হার, হতাশ বাংলা

প্রধান নির্বাচনের পর পঞ্চায়েত সদস্যরা দলীয় কার্যালয়ে যান। সেখানে গোপীবল্লভপুরের বিধায়ক তথা চিকিৎসক খগেন্দ্রনাথ মাহাত, কালিপদ সুর, কমলকান্ত রাউত প্রমুখ ছিলেন। সদস্যদের মিষ্টিমুখ করিয়ে, দলীয় উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পঞ্চায়েত সদস্যরা মিছিল করে পরে পঞ্চায়েত কার্যালয়ে যান। সেখানে বিডিওর উপস্থিতিতে নতুন প্রধান গঠনের প্রক্রিয়াটি হয়।

Latest article