বনগাঁয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

পোস্টার জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে

Must read

সংবাদদাতা, বনগাঁ : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল বনগাঁয় (Bangaon)। বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের বিরুদ্ধে পড়ল পোস্টার, গাইঘাটার ঠাকুরনগরে। এটাকে শান্তনু-স্বপন গোষ্ঠীর লড়াইয়ের ফল বলে অভিযোগ, যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। পোস্টারে দেবদাসকে চোরাচালানকারীও বলা হয়েছে। দাবি মানা না হলে জেলার সমস্ত বিজেপি কর্মীকে গণইস্তফা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঠাকুরনগর ১ নম্বর প্লাটফর্মে দুটি ফ্লেক্স দেখতে পান নিত্যযাত্রী ও প্রাতর্ভ্রমণকারীরা। কারা মেরেছে স্পষ্ট নয়। বিজেপি (BJP) এর জন্য তৃণমূলকে দায়ী করেছে। তৃণমূলের গাইঘাটা পূর্ব ব্লকের সভাপতি শ্যামল সরকার অভিযোগ উড়িয়ে বলেন, জেলা সভাপতি ও শান্তনু ঠাকুরের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। শান্তনু চেষ্টা করছেন নিজের মতো করে একজনকে জেলা সভাপতি করার। সেক্ষেত্রে দেবদাস তাঁর কাছের লোক। বিধায়ক স্বপন মজুমদার শান্তনুর বিপরীত গোষ্ঠী। তাঁর কাছের লোক বর্তমান জেলা সভাপতি রামপদ দাস। এই দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের কারণে এই পোস্টার। এটা ওদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। তৃণমূল এই সবের মধ্যে থাকে না।

আরও পড়ুন: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে তৃণমূল

Latest article