রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে তৃণমূল

Must read

প্রতিবেদন : মঙ্গলবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের (Gas Price Hike) মূল্য বৃদ্ধি হয়েছে ৫০ টাকা। যার ফলে রাজ্যের (West Bengal) বিভিন্ন প্রান্তে উঠেছে প্রতিবাদী ঝড়। বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে এক অভিনব প্রতিবাদ সংগঠিত হলো বরানগর বারুইপাড়া লেনে। মিছিল করে এসে প্রতিবাদীরা ঘুঁটে দিয়ে উনান জ্বালিয়ে চা বানিয়ে খাওয়ান পথচারীদের। ওয়ার্ডের মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষ গ্যাসের মূল্য বৃদ্ধির এই প্রতিবাদে সামিল হয়েছিলেন বুধবার। এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা রামকৃষ্ণ পাল বলেন বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়কালে সপ্তম বারের জন্য বৃত্তি হল গ্যাসের দাম (Gas Price Hike)। নাভিশ্বাস সাধারণ মানুষের। এই কেন্দ্রীয় সরকারের নীতির ফলে মানুষকে ফিরে যেতে হবে আদিম যুগে। সে কারণেই এই প্রতিবাদ, যাতে কর্ণগোচর হয় কেন্দ্র সরকারের।

আরও পড়ুন: মেঘালয় : বিজেপিকে হারাল তৃণমূল

Latest article