ওপেনএআই-র সিইও পদ থেকে অপসারিত চ্যাটজিপিটি-স্রষ্টা অল্টম্যান

অল্টম্যানের দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত মীরা, পদত্যাগ করলেন প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও

Must read

প্রতিবেদন : বোর্ড অফ ডিরেক্টরদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ না রাখার পাশাপাশি কোম্পানির কাছে তথ্য গোপনের মতো গুরুতর অভিযোগ। আর তার খেসারত যে এভাবে চোকাতে হবে তা হয়তো কল্পনা করতে পারেননি তিনি। শেষমেশ ওপেনএআই সংস্থার সিইও পদ থেকে ছাঁটাই করা হল চ্যাটজিপিটি-র (ChatGPT) ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে। সংস্থার অভিযোগ, অল্টম্যান নাকি কোম্পানির বোর্ডের কাছে তথ্য গোপন করছিলেন। আর সেকারণেই তাঁকে চ্যাটজিপিটি পরিচালনার দায়িত্বে আর রাখা হবে কি না তা নিয়ে জরুরি ভিত্তিতে একটি রিভিউ বৈঠক ডাকা হয়। আর সেই বৈঠকেই অল্টম্যানকে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চ্যাটজিপিটি পরিচালনার ক্ষেত্রে বোর্ড আর তাঁর উপর ভরসা রাখতে পারছে না। আর অল্টম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর ওপেনএআই-এর অন্তর্বর্তী সিইও হিসাবে দায়িত্ব তুলে দেওয়া হল সংস্থার অন্যতম শীর্ষ পদাধিকারী, ভারতীয় বংশোদ্ভূত মীরা মুরাতির হাতে। এর ফলে বিশ্বের আরও এক বড় প্রযুক্তি সংস্থার শীর্ষপদে আসীন হলেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা।
তবে স্যাম অল্টম্যানের অপসারণ আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি মহলে কার্যত শোরগোল ফেলে দিয়েছে। একদা কলেজছুট প্রতিভাবান এই তরুণ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তিনি বলতেন, মানব সভ্যতার ইতিবাচক অগ্রগতিতেই এই হাতিয়ার ব্যবহার করতে হবে। সফলভাবে চ্যাটজিপিটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অল্টম্যানেরই। সিলিকন ভ্যালির পরিচিত ব্যক্তিত্ব অল্টম্যানকেই চ্যাটজিপিটি-র স্রষ্টা হিসাবে চেনে সারা বিশ্ব। কিন্তু সেই অল্টম্যানকেই এবার সংস্থার সিইও পদ থেকে ছেঁটে দিল ওপেনএআই। ওপেনএআই সাফ জানিয়েছে, অল্টম্যানকে নিয়ে অনেক পর্যালোচনার পর সংস্থার বোর্ড এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে। সংস্থার আরও অভিযোগ, বোর্ডের সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখতে ব্যর্থ হয়েছেন অল্টম্যান। পাশাপাশি তিনি যে ভবিষ্যতে ওপেনএআই-র নেতৃত্ব দিতে পারবেন সে-বিষয়ে আর কোনও ইতিবাচক দিক দেখতে পাচ্ছে না বোর্ড। আর সেকারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে সিইও পদ খোয়ানোর পর অল্টম্যান এক্স হ্যান্ডেলে লেখেন, ওপেনএআই-তে আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। ওপেনএআই-এ আমার সব থেকে বেশি ভাল লেগেছে প্রতিভাবান মানুষদের সঙ্গে কাজ করতে। পরবর্তী সময়ে আমি কী করব, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেব। তবে অল্টম্যানের অপসারণের ঘটনার পরই চ্যাটজিপিটির (ChatGPT) সহ-প্রতিষ্ঠাতা তথা সংস্থার প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান নিজে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন। পদত্যাগের পর সোশ্যাল মিডিয়ায় গ্রেগ লেখেন, আটবছর আগে আমার ফ্ল্যাট থেকে কাজ শুরু হয়েছিল। আমরা যা তৈরি করতে সক্ষম হয়েছি, তা নিয়ে আমি গর্বিত। একসঙ্গে আমরা অনেক কঠিন এবং ভাল সময় কাটিয়েছি। একসঙ্গে অনেক কাজ করেছি বলেই সাফল্য পেয়েছি। তা না হলে এটা অসম্ভব হত। তবে আজ যা খবর শুনলাম, তার পর আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই ভবিষ্যতের জন্য। আমি বিশ্বাস করি মানুষের জন্য নিরাপদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা তৈরির অভিযান সম্পন্ন করা সম্ভব।

আরও পড়ুন- বিদেশ সফরে মলদোভার পোষ্য কুকুরের কামড় খেলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট!

Latest article