সম্মেলনকক্ষ থেকে বের করে দেওয়া হল জিনতাওকে

Must read

প্রতিবেদন : চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম সম্মেলনের শেষ দিনে ঘটল এক অভাবনীয় ঘটনা। শনিবার সম্মেলনের শেষ দিনে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হু জিনতাওকে (Former Chinese President Hu Jintao) পার্টি সম্মেলন থেকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল। গ্রেট হল অব পিপল রিপাবলিকে শনিবার ছিল পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট শিয়ের ঠিক পাশের আসনে বসে রয়েছে হু জিনতাও (Former Chinese President Hu Jintao)। রয়েছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সম্মেলন তখনও শুরু হয়নি। দেখা গেল হু জিনতাও কথা বলছেন প্রেসিডেন্ট শি এবং প্রধানমন্ত্রী লি-য়ের সঙ্গে। তাঁদের এই বাক্য বিনিময়ের মধ্যে আচমকাই সেখানে হাজির হন কোর্ট-প্যান্ট পরা দুই ব্যক্তি। তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় জিনতাওকে। মনে করা হচ্ছে, তারা জিনতাওকে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে সেই পরামর্শ মানতে রাজি ছিলেন না জিনতাও। সে কারণে কথা শেষ হতেই ওই দুই ব্যক্তি জিনতাওয়ের দুই হাত ধরে তাঁকে তারা সম্মেলনকক্ষ থেকে বের করে দেন। ইতিমধ্যেই হু জিনতাওকে সম্মেলনকক্ষ থেকে বের করে দেওয়ার সেই বিরল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রয়টার্সের এক সাংবাদিক এটা করেছেন। কেন জিনতাওকে বের করে দেওয়া হল, সে-ব্যাপারে অবশ্য কিছু বলা হয়নি। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলেছেন, চিনা কমিউনিস্ট পার্টির সম্মেলনে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: অযোগ্য ইমরান

Latest article