সিদ্ধি বিনায়কে পুজো দিয়ে মুম্বই সফর শুরু তৃণমূল সুপ্রিমোর

Must read

প্রতিবেদন : মুম্বই পৌঁছে সিদ্ধি বিনায়ক মন্দিরে (Soddhi Vinayak Temple) পুজো দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) শ্রদ্ধা জানালেন মুম্বই হামলায় তৈরি পুলিশ মেমোরিয়ালে।

দুদিনের সফরে মুম্বই (Mumbai)পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে। সেখানে পুজো দেন মমতা।

আরও পড়ুন : KMC 109: বিমান সেবিকা থেকে পৌরমাতা, প্রকৃত অর্থেই তিনি অনন্যা*

মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগে মুম্বইতে এলেও সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন হয়নি। “এখানে সবার জন্য আশীর্বাদ চাইলাম। উদ্ধব ঠাকরে অসুস্থ। তাঁর জন্য প্রার্থনা করলাম।”

সিদ্ধি বিনায়ক থেকে মুখ্যমন্ত্রী যান পুলিশ মেমোরিয়াল। সেখানে শ্রদ্ধা জানান মমতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুম্বইয়ে উদ্ধব ঠাকরে সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি অসুস্থ বলে তাঁর ছেলে হোটেলে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আর কিছুক্ষণের মধ্যেই মুম্বইয়ের হোটেলে উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে মমতার সঙ্গে দেখা করতে আসবেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউতেরও তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বুধবার, এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গে।

Latest article