মুখ্যমন্ত্রীর পাহাড় সফর, বিজিপিএমের কর্মিবৈঠক

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সফর। সাজছে পাহাড়। বিজিপিএম কর্মীদের ভূমিকা কী হবে তা ঠিক করতেই রবিবার দার্জিলিং জিমখানা ক্লাবে বিজিপিএম-এর একটি বৈঠক হয়। বৈঠকে অনিত থাপা, অমর লামা উপস্থিত ছিলেন। পাহাড়ের উন্নয়নকেই পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছেন অনিত থাপারা। দীর্ঘদিন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড (Gorkhaland Territorial Administration Board) না থাকার কারণে উন্নয়নের কিছু কাজ থমকে গিয়েছে। পরে থাকা কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব জিটিএ বোর্ড গঠন করতে চাইছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পাহাড়ে অনেক কাজ করার আছে। তবে রাজ্যে সরকারের সহযোগিতা নিয়েই সমস্ত কাজ করতে চাইছেন অনিতরা। পাহাড়ের উন্নয়নের জন্য চাই মুখ্যমন্ত্রীর সহযোগিতা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: নাম বদলের ধারাপাত প্রজাতন্ত্রের ছবিতে বদল

Latest article