রেফারিং নিয়ে তোপ কুয়াদ্রাতের, একমাস মাঠের বাইরে ক্রেসপো

শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। তার আগে রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের।

Must read

প্রতিবেদন : ডার্বি শেষ হয়েও শেষ হয়নি। বড় ম্যাচের পাঁচদিন পরেও তার রেশ। ডার্বি ভুলে নতুন লড়াইয়ে নামার প্রস্তুতির মধ্যেই রেফারিং নিয়েই উদ্বেগ, আশঙ্কা কাটছে না ইস্টবেঙ্গলের। শুক্রবার সকালে প্র্যাকটিসের পর গুয়াহাটি রওনা হবেন ক্লেটন সিলভারা। শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। তার আগে রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের।

আরও পড়ুন-ভূতপরী

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে কুয়াদ্রাতের অভিযোগ, ‘‘ভারতীয় ফুটবলে ম্যাচে যে দল পিছিয়ে থাকে তাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করে রেফারি। দুটো দলকেই খুশি রাখার চেষ্টা করা হয়। গত ডার্বিতে মোহনবাগান যদি ২-১ গোলে এগিয়ে থাকত, তাহলে বক্সের মধ্যে নন্দকুমারকে যখন সাহাল ফেলে দিল তখন ফাউলটা দেওয়া হত। সায়নকে ধাক্কা দেওয়ার কারণে দিমিত্রি পেত্রাতোসকে কার্ড দেখানো হত।’’ এখানেই শেষ নয়, ক্ষুব্ধ কুয়াদ্রাত আরও বলেন, ‘‘আমি ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছি। অভিজ্ঞতা থেকে দেখেছি, একটি দলকে পেনাল্টি দেওয়া হলে প্রতিপক্ষ দলকেও পেনাল্টি পাইয়ে দেওয়া হয়। একটি দলের প্লেয়ারকে লাল কার্ড দেখানো হলে প্রতিপক্ষ দলের প্লেয়ারকেও শেষবেলায় পাল্টা লাল কার্ড দেখিয়ে দেওয়া হয়। এভাবেই ক্ষতিপূরণ করা হয়। আমি অন্য দেশে এরকম দেখিনি।’’

আরও পড়ুন-তিন স্পিনারে নামছে বাংলা

ক্রীড়াসূচি নিয়েও তোপ দাগেন ক্লেটনদের কোচ। কুয়াদ্রাত বলেন, ‘‘নভেম্বরে দুটো ম্যাচ খেলতে হয়েছে। আবার জানুয়ারিতে অল্প সময়ের মধ্যে ন’টা ম্যাচ খেলতে হল। এইরকম সূচিতে খেলোয়াড়দের চোট-আঘাত থেকে কীভাবে রক্ষা করব আমরা? সূচিতে ভারসাম্য থাকা উচিত।’’ সুপার কাপ ফাইনালে লাল কার্ড দেখায় সৌভিক চক্রবর্তীকে নর্থইস্ট ম্যাচেও পাবে না ইস্টবেঙ্গল। নিয়ম নিয়ে কুয়াদ্রাতের প্রশ্ন, ‘‘সুপার কাপের কার্ড কেন ধরা হবে আইএসএলে? তাহলে আইএসএলে চারটে হলুদ কার্ড থাকা সত্ত্বেও সুপার কাপের প্রথম ম্যাচ সৌভিক কীভাবে খেলল?’’
লাল-হলুদ শিবিরে উদ্বেগ বাড়িয়েছে সাউল ক্রেসপোর চোট। প্রায় মাসখানেকের জন্য ছিটকে গিয়েছেন স্প্যানিশ মিডিও। তবে লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ ভিক্টর ভাসকোয়েজ ইস্টবেঙ্গলে অভিষেকের জন্য তৈরি। এদিন কোচের পাশে বসে বললেন, ‘‘আমি তিন-চার মাসের জন্য ঘুরতে আসিনি। ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে এসেছি।’’

Latest article