উন্নয়নেই জয় হবে দখলবাটি পঞ্চায়েত

আসরাফ শেখদের সঙ্গে ঝামেলা লেগে থাকত। দুই পক্ষের লোকজন ছিল গ্রামছাড়া। বর্তমানে ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির মধ্যস্থতায় দুই পক্ষের বৈঠক হয়

Must read

সংবাদদাতা, রামপুরহাট : পালাবদলের পর থেকে উন্নয়নের ধারা অব্যাহত দখলবাটি অঞ্চলে। কিন্তু শান্তির বাতাবরণ নষ্ট করে বারবারই উন্নয়নের গতি থামাতে চেষ্টা চালিয়ে গিয়েছে রাম-বাম সব দল। দীর্ঘদিন দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি চলছিল। এখন নিরবিচ্ছিন শান্তি। শান্তি আর উন্নয়নই হবে আসন্ন পঞ্চায়েত ভোটে জয়ের মূল চাবিকাঠি বলে জানান পঞ্চায়েত প্রধান ঝর্ণা মাল। তিনি বলেন, ‘পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সব আছে। সতেরোটি সংসদ এখন বেড়েছে। প্রচুর কাজ হয়েছে।

আরও পড়ুন-জঙ্গলমহলে আদিবাসীদের উন্নয়নে শালপাতার ক্লাস্টার

মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুফল পেয়েছেন এলাকার মানুষ। কামারুল শেখ বলেন, ‘পুরনো বিবাদের জেরে গ্রামে ঢুকতে পারছিলাম না। আসরাফ শেখদের সঙ্গে ঝামেলা লেগে থাকত। দুই পক্ষের লোকজন ছিল গ্রামছাড়া। বর্তমানে ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির মধ্যস্থতায় দুই পক্ষের বৈঠক হয়। বিবাদ ভুলে গ্রামে ফিরেছি। অশান্তির জেরে মানুষের ক্ষতি হয়েছে। আর নয়।’ ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি জানান, ‘দখলবাটি অঞ্চলে ১৩ জনের মৃত্যুর পর রেষারেষি চলতে থাকে। তাকে কাজে লাগিয়ে ফায়দা লুঠতে চাইছিল বিরোধীরা। দখলবাটি এখন একজোট। উন্নয়নের জোরেই পঞ্চায়েতে জিতব আমরা।’

Latest article