হাতির রহস্যমৃত্যু, সন্দেহ বৈদ্যুতিক শক

জানা যায়, ওই এলাকায় বেশ কয়েকটি পরিযায়ী হাতি এই মুহূর্তে বসবাস করছে। তার মধ্যে এটি পূর্ণবয়স্ক পুরুষ দাঁতাল হাতি।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : হাতির রহস্যমৃত্যু হয়েই চলেছে। কোথাও হামলায় অতিষ্ঠ গ্রামবাসীদের বিষমাখানো খাবার খেয়ে, কোথাও বিদ্যুতের তারে শক খেয়ে। সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন বাঁকুড়া জেলার উত্তর বন বিভাগের বেলবনি বিটের কুষ্টিয়া গ্রাম পঞ্চায়েতের পিডরাগড়া গ্রামে একটি হাতির মৃত্যু। মৃত হাতিটিকে দেখতে পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশলি চালে কুপোকাত রাজ্যপাল, বিধানসভায় ভাষণের লাইন পড়তে বাধ্য হলেন, ভেস্তে গেল পরিকল্পনা

সোমবার সকালে হাতিমৃত্যুর খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। যে জায়গায় এই হাতির মৃতদেহটি পড়ে আছে, তার পাশেই ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ও ট্রান্সফর্মার রয়েছে। গ্রামবাসীদের অনুমান, বৈদ্যুতিক শক লেগেই এই ঘটনা ঘটেছে। তবে বন বিভাগের আধিকারিকরা জানান, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই পূর্ণবয়স্ক হাতির কীভাবে মৃত্যু হল, তা সঠিকভাবে বলা যাবে না। গ্রামবাসীদের কাছে জানা যায়, ওই এলাকায় বেশ কয়েকটি পরিযায়ী হাতি এই মুহূর্তে বসবাস করছে। তার মধ্যে এটি পূর্ণবয়স্ক পুরুষ দাঁতাল হাতি।

Latest article