নিরাপত্তার চাদরে দিল্লি

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লিকে মুড়ে ফেলা হয়েছে করা নিরাপত্তার চাদরে। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকছেন ১,৮০০ অতিথি।

Must read

প্রতিবেদন : স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লিকে মুড়ে ফেলা হয়েছে করা নিরাপত্তার চাদরে। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকছেন ১,৮০০ অতিথি। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সরকারে ভাইব্র্যান্ট ভিলেজের আওতাধীন গ্রাম পঞ্চায়েত সদস্যরা, প্রধানমন্ত্রী কিসান সম্মাননিধি ও প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার উপভোক্তা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, খাদি কর্মী, সীমান্তবর্তী এলাকায় রাস্তা তৈরির কাজে যুক্ত কর্মী, অমৃত সরোবর এবং হর ঘর জল প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা।

আরও পড়ুন-হতাশ বিজেপি, কী করবে ভেবে পাচ্ছে না

এছাড়াও প্রাথমিক স্কুল শিক্ষক, নার্স এবং মৎস্যজীবীরা থাকবেন এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে। লালকেল্লার অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। মেজর নিকিতা নায়ার এবং মেজর জেসমিন কউর প্রধানমন্ত্রীকে পতাকা উত্তোলনে সহায়তা করবেন।

আরও পড়ুন-অজগর দিয়ে ম্যাসাজ, বেনজির কাণ্ড বালিতে

স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে পুরস্কার পাচ্ছেন বাংলার একগুচ্ছ পুলিশ আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন ইন্সপেক্টর পল্লব কুমার গঙ্গোপাধ্যায়, গৌতম সাহা, রানা মিশ্র, শ্রাবন্তী ঘোষ, সাব ইন্সপেক্টর আলতাব হোসেন মল্লিক, চিন্ময় বন্দ্যোপাধ্যায়, সুসাম মিত্র এবং তুসিময় দাস। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি মেট্রো স্টেশনে চেকিং আরও ক়ড়াকড়ি করা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে।

Latest article